X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অবকাঠামোর উন্নয়নই বাংলাদেশের বৈশ্বিক সক্ষমতা সূচকে এগোনোর কারণ: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৩

অবকাঠামোর উন্নয়নই বাংলাদেশের বৈশ্বিক সক্ষমতা সূচকে এগোনোর কারণ: সিপিডি অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ফলেই বাংলাদেশ বৈশ্বিক সক্ষমতা সূচকে সাত ধাপ এগিয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক প্রতিবেদনের পর্যবেক্ষণে সংস্থাটি এ তথ্য জানায়। প্রতিবেদনের ওপর পর্যবেক্ষণ তুলে ধরেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৭-২০১৮ শীর্ষক প্রতিবেদন পর্যালোচনা করে সিপিডির পক্ষে গোলাম মোয়াজ্জেম জানান, অবকাঠামোগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক দক্ষতার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হওয়ায় বৈশ্বিক সক্ষমতা সূচকে বাংলাদেশ এগিয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ গবেষণা প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ ও বন্দর পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি কমা, ঘুষ গ্রহণের প্রবণতা কমায়, সরকারি সেবা সহজলভ্য হওয়ায়, আমলাতান্ত্রিক জটিলতা কমায় ব্যবসা সহজ হয়েছে। ফলে ব্যবসা সহজ হয়েছে। তবে ব্যবসা পরিস্থিতির আরও উন্নয়ন ও ধারাবাহিকতা রক্ষার জন্য প্রযুক্তিগত নীতির উন্নয়নের কথা জানান ব্যবসায়ীরা।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৭-২০১৮ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ১০৬তম স্থানে থেকে ৯৯তম স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে দুর্নীতিকে অগ্রগতির ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন:
পর্যটন স্পটগুলোর গল্প বলবেন কারা?
মন্ত্রীর নেওয়া সাইকেল ফেরত পেলেন না শামস!
রোহিঙ্গা পুনর্বাসনে প্রস্তুতি চলছে ভাসানচরে

/জিএম/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?