X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পড়াশুনা করে বিনিয়োগের পরামর্শ অর্থমন্ত্রী ও সাকিব আল হাসানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ১৯:৫৩আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:৫৮

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রীর সঙ্গে সাকিব আল হাসান বুঝেশুনে পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সুরে তারা বললেন, পড়াশুনা করে, দেখে-বুঝে বিনিয়োগ করুন। সোমবার (০২ অক্টোবর) শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ, ২০১৭’ উদ্বোধন অনুষ্ঠানে তারা এ পরামর্শ দেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রীর সঙ্গে সাকিব আল হাসানসহ অন্যরা বিনিয়োগকারীদের নির্ভরতা বাড়ার ইঙ্গিত দিয়ে অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘সাকিব আল হাসান যুক্ত হয়ে কাজটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমি তার কথা ধরেই বলবো বুঝেশুনে, লেখাপড়া করে, ঝুঁকি বুঝে বিনিয়োগ করবেন। সাবধানে অগ্রসর হয়ে আপনার সম্পদের ভালোমতো বিহিত করবেন।’ সাকিব আল হাসান যোগ দেওয়ায় অনুষ্ঠানের গুরুত্ব বেড়েছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি জানান,এবছরই প্রথমবারের মতো সপ্তাহটি পালন শুরু হয়েছে। বিশ্বের ৮১টি দেশের মতো বাংলাদেশও এই সপ্তাহ পালন করছে।

বিনিয়োগ ঝুঁকির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্বল আইনকানুন ও নীতিমালার কারণে ১৯৯৬ এবং ২০১০ সালে শেয়ারবাজারে ধস নামে। এরপরের চার বছর আস্তে আস্তে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার প্রশাসনিক সংস্কার এবং আইনকানুন ও নীতিমালার সংস্কার করা হয়। এর ফলে ২০১৩ সালে পুঁজিবাজার ভালো অবস্থানে পৌঁছে। আইনকানুন পরিবর্তন করায় বাজার এখন স্থিতিশীল আছে। বর্তমানে আর্থিক খাতের রেগুলেটরের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন শক্তিশালী অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে।’

পুঁজিবাজারে বিনিয়োগের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘১৯৬৪ সালে পাকিস্তানের করাচিতে কর্মরত থাকা অবস্থায় বিনিয়োগের দিকে আকৃষ্ট হই। সেখানকার স্টক মার্কেট বিনিয়োগ করি এবং লাভবানও হই। ১৯৬৯ সালে আইসিপিতে (ইনভেস্টমেন্ট করপোরেশন অব পাকিস্তান) কাগজপত্র জমা দিয়ে বিদেশে পাড়ি দেই। এর মধ্যে দেশ ভাগ হওয়ায় বিনিয়োগের অর্থ আর ফেরত পাইনি। তখন ৩৩ হাজার টাকার মতো বিনিয়োগ ছিল। এরপর ১৯৯০ সালের দিকে কিছু বিনিয়োগ করলেও ২০০২ সালের পর থেকে আর নতুন বিনিয়োগ করিনি।’

বর্তমান বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘আগে খুব চিৎকার করে বলেছি, দেশে বিনিয়োগের প্রয়োজন আছে। এখন বিনিয়োগের জন্য একটি প্রতিষ্ঠিত ফ্রেমওয়ার্ক আছে। যে কেউ চাইলে বিনিয়োগ করতে পারেন।’

বিএসইসির শুভেচ্ছাদূত সাকিব আল হাসান বলেন, ‘লন্ডনে খেলার সময় অবসরে দেখতাম খেলোয়াড়রা পড়াশোনা করছে। কী বিষয়ে পড়াশোনা করছে জানতে চাইলে তারা বলতেন, “স্টক মার্কেটে বিনিয়োগের জন্য পড়াশোনা করছি।” একইভাবে দেশের বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের আগে পড়াশোনার করা উচিত।’

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘২০১০ সালের পর শেয়ারবাজার ধসের পর আইনকানুন ও নীতিমালা সংশোধন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইনি কাঠামোর দিক থেকে বিএসইসি অনেক বেশি শক্তিশালী। আন্তর্জাতিক অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) রেটিংয়ে বিএসইসি ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। এখন বিনিয়োগকারীদের শিক্ষিত করতে পারলে শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব। এ জন্য পাঠ্যপুস্তকে বিনিয়োগ শিক্ষা অন্তর্ভুক্ত করা প্রয়োজন।’

বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, ‘বিশ্বব্যাংকের এক প্রতিবেদনের তথ্য মতে, দেশে উচ্চশিক্ষিত ১ শতাংশ বাড়লে জিডিপি তিন শতাংশ বাড়ে। সম্প্রতি ভারত পাঠ্যক্রমে বিনিয়োগ শিক্ষা চালু করেছে, শ্রীলঙ্কায় অষ্টম শ্রেণি থেকে বিনিয়োগ শিক্ষা দেওয়া হয়। বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শক্তিশালী হলে পুঁজিবাজার শক্তিশালী হবে, কারণ বিনিয়োগকারীরাই পুঁজিবাজারের মূল চালিকাশক্তি। পুঁজিবাজার শক্তিশালী হলে বিদেশি সহায়তা, ব্যাংক ঋণ নির্ভরতা ছাড়াই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি র‌্যালি মৎস্য ভবন থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। বিভাগীয় শহরগুলোতেও র‌্যালি হওয়ার কথা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

 

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!