X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ট্যাক্স ফাঁকির দায়ে ৯ ইন্স্যুরেন্স কোম্পানিকে এনবিআর’র নোটিশ

শরিফুল ইসলাম
০৪ অক্টোবর ২০১৭, ১১:১৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৪:০৪

ট্যাক্স ফাঁকির দায়ে ৯ ইন্স্যুরেন্স কোম্পানিকে এনবিআর’র নোটিশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির দায়ে ৯ ইন্স্যুরেন্স কোম্পানিকে পৃথক নোটিশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির ভ্যাট বিভাগের বড় করদাতা ইউনিট (এলটিইউ) থেকে গত ২৪ সেপ্টেম্বর কোম্পানিগুলোর কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে কোম্পানি কর্তৃপক্ষকে বকেয়া ট্রাক্স পরিশোধ করতে হবে।

জানা গেছে, এ ৯ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে গত চার বছরে মোট ১১০ কোটি ১৬ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ পেয়েছে এনবিআর। এজেন্ট কমিশন ও রি-ইনস্যুরেন্স কমিশন আদায় করেও কোম্পানিগুলো এনবিআরকে কোনও ভ্যাট দেয়নি।

ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হলো- গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, পূবালী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং সরকারি সাধারণ বিমা করপোরেশন।

এনবিআর’র ভ্যাট বিভাগের বড় করদাতা ইউনিটের (এলটিইউ) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, ‘ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত এজেন্ট কমিশন বাবদ ৪৩ কোটি ৪৩ লাখ টাকা এবং ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ট রি-ইনস্যুরেন্স কমিশন বাবদ ৬৬ কোটি ৭৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোম্পানিগুলোকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দুই শতাংশ সুদসহ বকেয়া ট্যাক্স পরিশোধ করতে হবে।’

এনবিআর’র ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাক্স ফাঁকির তালিকায় শীর্ষে রয়েছে গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স। কোম্পানিটি এজেন্ট কমিশন বাবদ শুল্ক ফাঁকি দিয়েছে ১৩ কোটি ২৯ লাখ টাকা। এছাড়া প্রগতী ইন্স্যুরেন্স ৫ কোটি ৬৩ লাখ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১০ কোটি ৫৩ লাখ টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৫ কোটি ৩২ লাখ টাকা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৩ কোটি ৬০ লাখ টাকা, ফিনিক্স ইন্স্যুরেন্স ২ কোটি ৭৩ লাখ টাকা এবং রূপালী ইন্স্যুরেন্স এক কোটি ৩৩ লাখ টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে।

এছাড়া রি-ইন্স্যুরেন্স বাবদ গ্রিণ ডেল্টা ১৭ কোটি ৫৯ লাখ টাকা, সাধারণ বিমা ১৭ কোটি ৪২ লাখ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১১ কোটি ৫২ লাখ টাকা, প্রগতী ইন্স্যুরেন্স ৫ কোটি ৭৩ লাখ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৩ কোটি ৭০ লাখ টাকা, ফিনিক্স ইন্স্যুরেন্স ৪ কোটি ১৭ লাখ টাকা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং পূবালী ইন্স্যুরেন্স এক কোটি ৯৪ লাখ টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে।

ট্যাক্স ফাঁকির দায়ে ৯ ইন্স্যুরেন্স কোম্পানিকে এনবিআর’র নোটিশ ওই কর্মকর্তা আরও বলেন, ‘আইন অনুযায়ী পরিশোধিত কমিশনের ওপর সরকারকে ১৫ শতাংশ হারে ট্যাক্স দিতে হয়। এছাড়া কোম্পানিগুলো অন্য ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে রি-ইন্স্যুরেন্স কমিশন পায় তারও ওপর ১৫ শতাংশ ভ্যাট দেওয়ার নিয়ম থাকলেও তা পরিশোধ করা হয়নি।’

এ বিষয়ে এনবিআর’র বড় করদাতা ইউনিটের (ভ্যাট) কমিশনার মো. মতিউর রহমান বলেন, ‘কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন নিরীক্ষণ করার পর আমরা ১১০ কোটি টাকা ট্যাক্স ফাঁকির বিষয়টি ধরতে পারি। আমরা কোম্পানিগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে কেন বকেয়া ট্যাক্স পরিশোধ করা হবে না মর্মে পৃথক নোটিশ পাঠিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলোকে নোটিশের লিখিত জবাব দিতে হবে। এরপর আমরা তাদের শুনানিতে ডাকবো, সেখানে তাদের বক্তব্য শোনা হবে।’

তিনি আরও বলেন, ‘ভ্যাট অফিস কোম্পানিগুলোর জবাবের প্রেক্ষিতে চূড়ান্ত নোটিশ ইস্যু করবে।’

রিলায়েন্স ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালেদ মামুন বলেন, ‘আমরা নোটিশের চিঠিটি পেয়েছি, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা না। তবে এনবিআর’র এ ধরনের ভূমিকায় বাংলাদেশের ইন্স্যুরেন্স খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এনবিআর ইন্স্যুরেন্স খাত থেকে মাত্রারিক্ত ভ্যাট দাবি করছে। যা বীমা নীতি বর্হিভূত কাজ। আমরা বিষয়টি নিয়ে প্রয়োজনে আদালতে যাবো।’

এ বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবীর হোসেন বলেন, ‘কোম্পানিগুলোকে নোটিশ পাঠানোর বিষয়টি এ খাতের সুনাম বাড়াবে। কারণ তাদের সঙ্গে আলোচনা না করেই এ নোটিশ পাঠানো হয়েছে। তবে এ ধরনের ভ্যাট প্রত্যাহার করতে বিআইএ’র পক্ষ থেকে অর্থমন্ত্রী, এনবিআর ও বীমা নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা একটা ছোট বিষয়। তবে কয়েকটি কোম্পানি এ ভ্যাট আদায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করতে পারে।’

শেখ কবীর বলেন, ‘বীমা খাত রক্ষার স্বার্থে এজেন্ট কমিশন ও রি-ইনস্যুরেন্স কমিশনের ওপর ভ্যাট প্রত্যাহার করতে আমরা সরকারকে আহ্বান জানায়। আমরা আশা করি সরকার এ বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে।’

সৌজন্যে: ঢাকা ট্রিবিউন
আরও পড়ুন:

চাল বিক্রির লাইসেন্স বাধ্যতামূলক করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা
‘কাতালোনিয়ার স্বাধীনতা এখন সময়ের ব্যাপার মাত্র’

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক