X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ২৬, সিএসইতে বেড়েছে ৭৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৭, ১৫:২৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৫:২৬

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ২৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৭৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৩৪ কোটি ৪০ লাখ  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮৪০ কোটি ৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৮৪ কোটি ৪৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮০১ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ২২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪৪ পয়েন্টে এবং ৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক, আমরা টেকনোলজি, ডাচ-বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক এবং বিবিএস কেবল।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৬ কোটি ৯৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৭০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৮৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আমরা নেটওয়ার্ক, লংকা-বাংলা ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি, ঢাকা ব্যাংক,  ইসলামী ব্যাংক,  সিটি ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড। 
আরও পড়ুন: 

ভারতের স্বার্থেই স্থিতিশীল বাংলাদেশ প্রয়োজন: অরুণ জেটলি 
মুহিত-অরুণ জেটলির বৈঠক চলছে

/এসএনএইচ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!