X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মূল্যস্ফীতি বেড়েছে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ২২:২১আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২২:৪৬

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মূল্যস্ফীতি বেড়েছে ধারাবাহিকভাবে। এজন্য খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়াকে দায়ী করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে আগামী তিন মাসে মূল্যস্ফীতি কমে আসবে বলে তার বিশ্বাস। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পর সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, (ডানে) পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ছবি: ফোকাস বাংলা) মূল্যস্ফীতি বেড়ে যাওয়া প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত তিন মাসে বিশেষ করে খাদ্য খাতের চাহিদা ও জোগানের মধ্যে সমন্বয় ছিল না। সমন্বয়হীনতা তৈরি হয়েছিল নানা কারণে। তবে আগামী কোয়ার্টারে মূল্যস্ফীতির এই হার কমে আসবে। চাহিদা আর জোগানেরও সমন্বয়ের উন্নতি হবে।’

প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসের মধ্যে জুলাইয়ে ৫ দশমিক ৫৭, আগস্টে ৫ দশমিক ৮৯ ও সেপ্টেম্বরে ৬ দশমিক ১২ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ গড় মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪৩ ভাগ।

প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গ্রামীণ পর্যায়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৪ ভাগ। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার ছিল ৫ দশমিক ৫৩ ভাগ। আর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৯১ ভাগ। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৭ দশমিক ১২ ভাগ।

জানা গেছে, গত তিন মাসে তার আগের তিন মাসের তুলনায় চাল, মাংস, শাক-সবজি, দুধ ও দুগ্ধজাত দ্রব্যের দাম বেড়েছে। খাদ্য বহির্ভূত পণ্যের মধ্যে পরিধেয় বস্ত্র, জ্বালানি, বিদ্যুৎ, বাড়িভাড়া, গৃহস্থালি আসবাবপত্র ও চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণ ইত্যাদির দাম বেড়েছে।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী