X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৬, সিএসইতে কমেছে ৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৫:৪৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৫:৪৪

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ৪৬ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৯৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৫৬ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৫৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৬৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৭ কোটি ১৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৭ পয়েন্টে এবং ৩ দশমিক ৬১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আমার নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক, আইসিবি, উত্তরা ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ফরচুনা সু, বিবিএস কেবল, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা এবং বিডি ফাইন্যান্স।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৪২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৪ কোটি ১৭ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১১ হাজার ৩০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৭০৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬৭ পয়েন্ট কমে এক হাজার ৪০৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬০৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, এনসিসি ব্যাংক, আমার নেটওয়ার্ক, বেক্সিমকো লিমিটেড, ফরচুনা সু, উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক এবং স্কায়ার ফার্মা।
আরও পড়ুন:
সোনালী ব্যাংকের চুক্তি পেপ্যালের সঙ্গেই


/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা