X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘গ্রামে দোতলা-তিন তলা বাড়ি করে কৃষিজমি রক্ষা করতে হবে’

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৭:৫৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৮:০০

 

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (ফাইল ছবি: সংগৃহীত) পারিবারিকভাবে সম্পদ ও জমিজমা অংশীদারদের মধ্যে বণ্টন হলেও কৃষিজমি রক্ষার ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন,  ‘অংশীদারদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে পৈতৃক ভিটায় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দোতলা-তিন তলা বাড়ি তৈরি করতে হবে। এ জন্য ঋণ দিতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনকে তাদের কর্মপরিধি বাড়াতে হবে।’ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে হোটেল সোনারগাঁও-এর বলরুমে  তিনদিন ব্যাপী ‘গৃহায়ন অর্থায়ন মেলা ২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। এ চাহিদা পূরণে গ্রামে অপরিকল্পিতভাবে কৃষিজমি নষ্ট করে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। কৃষিজমি সুরক্ষা করা না গেলে আগামীতে দেশ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। তাই শুধু শহরের নয়, গোটা দেশের একটি পরিকল্পনা প্রণয়ন করা জরুরি হয়ে পড়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদফতর এ পরিকল্পনা প্রণয়নের কাজ ’

মোশাররফ হোসেন বলেন, ‘সবার জন্য আবাসন নিশ্চিত করতে হলে ব্যাংকঋণের সুবিধা বাড়াতে হবে। সহজ শর্তে এক অঙ্কের ডিজিটের সরল সুদ নির্ধারণ করতে হবে। দেশের শতকরা ৭২ভাগ লোক গ্রামে বসবাস করে। দেশের মোট গৃহের ৮১ ভাগ গ্রামে অবস্থিত। এই ৮১ভাগ গৃহের মধ্যে ৮০ ভাগই নিম্নমানের কাঠামো। জনসংখ্যা বৃদ্ধির কারণে যেখানে-সেখানে বাড়িঘর নির্মাণ করায় প্রতিদিন প্রায় ২৩৫ হেক্টর কৃষিজমি নষ্ট হচ্ছে। এভাবে বছরে প্রায় এক শতাংশ কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে।’    

পরে গণপূর্তমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রতিষ্ঠানগুলো বাড়ি নির্মাণে কী ধরনের সুবিধা দিচ্ছে, তার খোঁজ-খবর নেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ৫০টি স্টল স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) এ মেলার এই আয়োজন করে। ‘জাতীয় গৃহায়ন নীতি ২০১৬’, ‘রূপকল্প ২০২১’ ও ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’কে সমন্বিত করে বর্তমন সরকারের সবার জন্য আবাসন ঘোষণাকে সফল করতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও নির্মাণ সামগ্রি উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্টল স্থাপন করা হয়েছে।

বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, বিএইচবিএফসি’র চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মো. আবু সাদেক, রিহ্যাবের সভাপতি আলমগীর শাসুল আলআমিন, ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ও বিএইচবিএফসি’র মহাব্যবস্থাপক জাহিদুল হক প্রমুখ।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!