X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

১৩ লাখ স্কুল শিক্ষার্থী ব্যাংক হিসাবধারী

গোলাম মওলা
২৫ অক্টোবর ২০১৭, ২১:২২আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:৪৪

স্কুল ব্যাংকিং স্কুল শিক্ষার্থীরাও এখন ব্যাংকে টাকা জমানো শুরু করেছে। ইতোমধ্যে ১৩ লাখ ৭১ হাজার ৩৩৮ হাজার স্কুল শিক্ষার্থী বিভিন্ন ব্যাংকে ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ টাকা জমিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  ৭ লাখ ৭১ হাজার ১৩৮ জন স্কুল ছাত্র তাদের ব্যাংক হিসাবে  ৬৪৭ কোটি ৫০ লাখ টাকা জমিয়েছে। ৫ লাখ ৬৩ হাজার ২০০ স্কুল ছাত্রী জমিয়েছে ৪৮১ কোটি ১৪ লাখ টাকা। শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং সেবাকে আরও জনপ্রিয় করতে কোনও কোনও ব্যাংক আলাদা ডেস্কও খুলেছে।   

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্কুল শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়প্রবণতা তৈরি করতে ব্যাংকগুলোকে স্কুল শিক্ষার্থীদের নামে হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের ফলে এখন স্কুলের ছাত্র-ছাত্রীরা ব্যাংকমুখী হয়েছে। বড়দের মতোই তাদের মধ্যেও সঞ্চয়ের মনোভাব তৈরি হয়েছে। এ কারণে স্কুল শিক্ষার্থীদের অ্যাকাউন্টে  এখন এক হাজার কোটি টাকার বেশি অর্থ জমা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা  বিভিন্ন ব্যাংকে এক হাজার ১২৮ কোটি টাকা জমিয়েছে।  গত ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলের শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে জমা ছিল ১ হাজার ২০ কোটি ৮৯ লাখ টাকা। এই হিসাবে গত ছয় মাসেই স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ১০৮ কোটি টাকা জমা করেছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ২০১০ সালে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় উদ্বুদ্ধ করতে ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রমের উদ্যোগ নেন। অবশ্য স্কুলের শিক্ষার্থীরা টাকা জমা রাখার সুযোগ পায় ২০১১ সাল থেকে। ওই বছরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দেশের ব্যাংকগুলোতে ৩০ কোটি ৭৯ লাখ টাকা আমানত রাখে। শুরুতে ১০ টাকা দিয়ে হিসাব খোলা হলেও পরে হিসাব খুলতে ১০০ টাকা জমা রাখতে বলা হয়। এসব হিসাব সাধারণ চলতি হিসাবে রূপান্তরের সুযোগও আছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনটি কারণে ২০১০ সালে আমরা স্কুল ব্যাংকিং প্রকল্প হাতে নিয়েছিলাম। একটি হলো—স্কুলের শিশুদের আর্থিক জ্ঞান বাড়ানো,  আরেকটি হলো—ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সঞ্চয়ী অভ্যাস গড়ে তোলা;  তৃতীয় কারণ হলো—স্কুল শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের প্রতি আগ্রহী করে তোলা।’ তিনি বলেন, ‘এখন ব্যাংকের প্রতি শিশুদের আগ্রহ বাড়ছে। এর ফলে ফিইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছে। আবার শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক দিকও।’

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন পর্যন্ত গ্রামের ৫ লাখ ২১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী  বিভিন্ন ব্যাংকে ২৬৭ কোটি টাকা জমা রেখেছে। এছাড়া শহরের ৮ লাখ ১২ হাজার ৪২৩ জন শিক্ষার্থী জমা করেছে ৮৬১ কোটি টাকা।

২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত বেসরকারি ব্যাংকগুলোতে স্কুলের শিক্ষার্থীরা জমা করেছে ৯৩৬ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১৫৯ কোটি টাকা, বিশেষায়িত ব্যাংকে ২৩ কোটি টাকা এবং বিদেশি ব্যাংকে (সিটি ব্যাংক এন এ ছাড়া) স্কুলের শিক্ষার্থীরা জমা করেছে প্রায় সাড়ে ৯ কোটি টাকা।

চলতি বছরের জুন পর্যন্ত স্কুলের শিশুরা সবচেয়ে বেশি টাকা জমিয়েছে। এরমধ্যে ৩৫৯ কোটি ৯১ লাখ টাকা জমা রেখেছে ডাচ-বাংলা ব্যাংকে। ইসলামী ব্যাংকে জমা করেছে ১১০ কোটি ৮৩ লাখ টাকা। ইস্টার্ন ব্যাংকে ৯৮ কোটি ৭৮ লাখ টাকা। ইউসিবিএলে ৬১ কোটি ৭৭ লাখ টাকা এবং রূপালী ব্যাংকে তারা জমা রেখেছে ৬১ কোটি ৪৩ লাখ টাকা।

অবশ্য সবচেয়ে বেশি হিসাব খোলা হয়েছে ইসলামী ব্যাংকে। এই ব্যাংকটিতে ২ লাখ ২২ হাজার ৯১৫ জন স্কুল শিক্ষার্থী ব্যাংক হিসাব খুলেছে। এরপরে রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকে ১ লাখ ৮২ হাজার ৩৩০ জন স্কুল শিক্ষার্থী হিসাব খুলেছে। ডাচ-বাংলা ব্যাংকে ১ লাখ ৪১ হাজার ৮৪৮ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এক লাখ ৬৮১ জন এবং উত্তরা ব্যাংকে ৮২ হাজার ৪৮ জন শিশু ব্যাংক হিসাব খুলেছে।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া