X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ইসলামী ব্যাংকের মত শক্তিশালী পরিচালনা পর্ষদ কোনও ব্যাংকের নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ১৮:১২আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৮:১৮

সংবাদ সম্মেলনে অন্যান্যের সঙ্গে উপস্থিত আরাস্তু খান ইসলামী ব্যাংকের মত এত শক্তিশালী পরিচালনা পর্ষদ অন্য কোনও ব্যাংকের নেই বলে মন্তব্য করেছেন ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘রিভাইভাল অব ওয়াকফ ফর সোসিও ইকনোমিক ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা সম্পর্কে জানাতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন— সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিঞা প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরাস্তু খান বলেন, ‘আমাদের কার্যক্রমে কোনও ভুল পাবেন না। আমরা কখনই নিজেদেরকে বাড়িয়ে বলি না। সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ব্যাংকে একটু সমস্যা থাকলেও ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি আগামী জানুয়ারিতে পরিস্কার হয়ে যাবে।’ ইসলামী ব্যাংক কোনও লুটেরা প্রতিষ্ঠান নয় বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাংকটির চেয়ারম্যান আরও বলেন, ‘‘ইসলামী ব্যাংকের মাধ্যমে ‘রিভাইভাল অব ওয়াকফ ফর সোসিও ইকনোমিক ডেভেলপমেন্ট’ প্রকল্পটি জনপ্রিয়তা পেয়েছে। এই ফান্ডের ১০৪ কোটি টাকার মধ্যে ৮০ কোটিই ইসলামী ব্যাংকের। বাকি ২৪ কোটি অন্যান্য ব্যাংকের।’
এই প্রকল্পটির অধীনে ইসলামী ব্যাংকের ২৯ হাজার তিনশ ৪১টি অ্যাকাউন্ট রয়েছে উল্লেখ করে আরাস্তু খান বলেন, ‘এই প্রকল্পটির উদ্দেশ্য খুবই ভালো। দারিদ্র্য বিমোচনে এই প্রকল্প কার্যকর হবে। ইসলামী ব্যাংকের অধীনে দেশের দুঃস্থদের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে এই প্রকল্প থেকে ব্যয় করা হয়।’
আরস্তু খান আরও বলেন, ‘বাংলাদেশে ইসলামী ব্যাংকিং অনেক প্রসার লাভ করলেও ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমস তেমন প্রসারিত হয়নি। আবার পুঁজিবাজারেও এর প্রসারতা অনেক কম।’ তিনি বলেন, ‘অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বন্ড মার্কেট, পুঁজিবাজার এবং বীমা খাতে বিনিয়োগ করে অর্থ উত্তোলন করতে পারে, যেখানে ইসলামিক ফাইন্যান্স করতে পারে না। কারণ এসব মার্কেটে সেই ধরনের ইসলামিক প্রোডাক্ট চালু করতে পারেনি। ইসলামী ব্যাংক সেই ধরনের প্রোডাক্ট আনতে কাজ করছে।’
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অঙ্গসংগঠন ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ওয়াকফ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি আবদুল হামিদ খান এ সম্মেলনের উদ্বোধন করবেন।
আন্তর্জাতিক এ সেমিনারে ১১টি দেশের গবেষক ও বিশেষজ্ঞরা মোট ২৮টি প্রবন্ধ উস্থাপন করবেন। বাংলাদেশসহ ব্রুনাই, ইন্দোনেশিয়া, জাপান, সৌদি আরব, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অংশ নেবে এই আয়োজনে।

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা