X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মেলার দ্বিতীয় দিনে ৫৪৩ কোটি টাকার আয়কর আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ২০:১৯আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২০:২৮

আয়কর মেলার দ্বিতীয় দিনেও ছিল করদাতাদের ভিড় (ছবি- ফোকাস বাংলা) সাত দিনব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) ৫৪৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৫৭ টাকা আয়কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদিন ১ লাখ ৫৩ হাজার ২৮৭ ব্যক্তি বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, মেলার দ্বিতীয় দিনে গত বছরের তুলনায় আয়কর সংগৃহীত হয়েছে বেশি। গত বছরের আয়কর মেলার দ্বিতীয় দিনে আয়কর জমা হয়েছিল ৫৩৩ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৮৫৭ টাকা। এ বছরের দ্বিতীয় দিনে এর পরিমাণ ছিল গত বছরের চেয়ে ৯ কোটি ৬১ লাখ ৫৪৫ টাকা বেশি। প্রবৃদ্ধির হার ১ দশমিক ৮০ শতাংশ।
গত বছরের তুলনায় এ বছরে করসেবা নেওয়া গ্রাহকের সংখ্যাও ছিল বেশি। গত বছর মেলার দ্বিতীয় দিনে ১ লাখ ২৩ হাজার ৩৪৮ জন করসেবা নিয়েছিলেন। এ বছর এই সংখ্যা ২৯ হাজার ৯১৯ জন বেড়ে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৬৭ জন।
আয়কর মেলার দ্বিতীয় দিনে আগ্রহীদের লম্বা লাইন (ছবি- ফোকাস বাংলা) এ বছর মেলার দ্বিতীয় দিনে রিটার্ন জমা পড়েছে ৩৯ হাজার ৩৫১টি, যা গত বছরের চেয়ে ১৮ হাজার ৬৯৬টি বেশি। গত বছর এর পরিমাণ ছিল ২০ হাজার ৬৫৭টি। গত বছরের তুলনায় এ বছরে প্রবৃদ্ধির হার ৯০ দশমিক ৫০ শতাংশ।
এর আগে, বুধবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়কর মেলা-২০১৭ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। ঢাকাসহ দেশের সবগুলো বিভাগীয় শহরে ৭ নভেম্বর পর্যন্ত চলছে সপ্তাহব্যাপী এই আয়কর মেলা। এছাড়া, বিভাগীয় শহরগুলোর বাইরে ৫৬টি জেলা শহরে চার দিন করে এবং ৩৪টি উপজেলায় দু’দিন করে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। ৭১টি উপজেলাতেও অনুষ্ঠিত হচ্ছে একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলছে এই মেলা। এই মেলায় প্রথমবারের মতো করদাতাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড এবং ট্যাক্সপেয়ার স্টিকার দেওয়া হচ্ছে। মেলায় ১০টি বুথ থেকে দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড। ১০২টি বুথ থেকে করসেবা পাচ্ছেন মেলায় আসা করদাতারা। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে। করদাতাদের বিনাভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল গাড়ি চলাচল করছে।
আরও পড়ুন-
‘এনবিআরের ভবিষ্যৎ হ্যাচারি হবে আইসিটি বিভাগ’
ডাটা সেন্টারের দুর্ঘটনা মোকাবিলায় দক্ষ জনবল নেই ৮০ ভাগ ব্যাংকের

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!