X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
আয়কর মেলা

৬ষ্ঠ দিনে ৩১৭ কোটি ৮৮ লাখ টাকার আয়কর আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ০১:০৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০১:২১

আয়কর মেলা। ফাইল ছবি আয়কর মেলার ৬ষ্ঠ দিন সোমবার (৬ নভেম্বর) ৩১৭ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ২৭৮ টাকার কর আদায় হয়েছে। এদিন রিটার্ন জমা দিয়েছেন ৫৭ হাজার ৪৩৭ জন করদাতা। কর সংক্রান্ত সেবা নিয়েছেন এক লাখ ৭৩ হাজার ২৭ জন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর জানিয়েছে, সোমবার ঢাকাসহ সারাদেশে করদাতা ও সেবাগ্রহীতাদের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিল মুখর। সকাল ৮টা থেকে বুথে করদাতা থাকা পর্যন্ত সেবা দেওয়া হয়। রিটার্ন জমা দিয়ে আইডি কার্ড নিতে করদাতাদের লাইন মেলা ছাড়িয়ে রাস্তা পর্যন্ত পৌঁছে যায়।

গত ৬ দিনে সারাদেশে দুই লাখ ৬৯ হাজার ১৫৪টি রিটার্ন দাখিল হয়েছে। এক হাজার ৭৯১ কোটি ১২ লাখ ৭৩ হাজার ৩১০ টাকার কর আদায় হয়েছে। এছাড়া,৯ লাখ ৪৪ হাজার ৯০ মানুষ আয়কর সেবা নিয়েছেন।

গত বছর আয়কর মেলার ৬ষ্ঠ দিনে ৩১০ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৯০৬ টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ২৮ হাজার ৮৬৩ জন। সেবা নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজার ১৭৮ জন। সে হিসাবে এ বছর আয়কর মেলার ৬ষ্ঠ দিনে ৭ কোটি ২৮ লাখ ৯১ হাজার ৩৭২ টাকা বেশি কর আদায় হয়েছে।

৬ষ্ঠ দিনে ঢাকাসহ দেশের ২১টি জেলা, ২২টি উপজেলা (২ দিন) ও ৩০টি উপজেলাসহ (ভ্রাম্যমাণ) ৭৩টি স্পটে মেলা হয়েছে।

এ বছর ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ বিভাগীয় শহরে সাত দিন, ৫৬টি জেলা শহরে চার দিন, তৃতীয়বারের মতো ৩৪টি উপজেলায় দুই দিন এবং ৭১টি উপজেলায় একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

সাত দিনব্যাপী আয়কর মেলার পঞ্চম দিন রবিবার (৫ নভেম্বর) ২৭১ কোটি ৮৭ লাখ ১২ হাজার ৬৯২ টাকার কর আদায় হয়েছে। এদিন রিটার্ন জমা দিয়েছেন ৪৮ হাজার ৬৪ জন করদাতা। কর সংক্রান্ত সেবা নিয়েছেন এক লাখ ৮০ হাজার ১০১ জন।

চতুর্থ দিন শনিবার (৪ নভেম্বর) ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১১ টাকার কর আদায় হয়েছে। এদিন রিটার্ন জমা দিয়েছেন ৫৩ হাজার ৬২৫ জন করদাতা। কর সংক্রান্ত সেবা নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৩১ জন।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এ এ মান্নান।

প্রথমবারের মতো করদাতাদের এবার ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড ও ট্যাক্সপেয়ার স্টিকার দেওয়া হচ্ছে। মেলায় ১০টি বুথ থেকে দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড। আর ১০২টি বুথ থেকে করসেবা দেওয়া হচ্ছে। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে এই মেলায়।

এদিকে রাত ৮টায় মেলা শেষ হওয়ার কথা থাকলেও করদাতাদের অতিরিক্ত ভিড় থাকায় সোমবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত আয়কর নেওয়া হয়। করদাতা-সেবাগ্রহীতাদের সুবিধার জন্য এ সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইভাবে মঙ্গলবারও সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে ছুটির দিন শনিবার (০৪ নভেম্বর) মেলায় আয়কর দেওয়ার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়। সেদিন বিকাল ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত আয়কর নেওয়া হয়।

/জিএম/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি