X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৩৪, সিএসইতে বেড়েছে ৬২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৫:৪০আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৫:৪০

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৬২ দশমিক ১১ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯১৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৮০৫ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৭০ কোটি ৫৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ৬০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৯৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪১ পয়েন্টে এবং ১৪ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৪০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, স্কয়ার ব্যাংক, বেক্সফার্মা, ইফাদ অটোমোবাইল, এক্সিম ব্যাংক এবং আইডিএলসি।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৮ কোটি ২৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ১৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬১৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৯৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭৭ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে।এদিন সিএসইতে লেনদেন
হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, কেয়াকসমেটিকস, ওমিয়েক্স, উত্তরা ব্যাংক, ইউসিবিএল, স্কয়ার ফার্মা, বিডি থাই, ন্যাশনাল ব্যাংক এবং ফুওয়াং ফুড।
আরও পড়ুন:
চাল ব্যবসায়ীদের লাইসেন্স নিয়ে নমনীয় সরকার


/এসএনএইচ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী