X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ৩০, সিএসইতে বেড়েছে ৬৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১৬:৩৬আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৬:৪৩

ডিএসই ও সিএসই

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। দিনের কার্যক্রম শেষে দেখা গেছে  ডিএসইর প্রধান সূচক ৩০ দশমিক ২১ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৬৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯১৮ কোটি ৮১ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৮৩ কোটি ৪৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৭০ কোটি ৫৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১২ কোটি ৯৪ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪২ পয়েন্টে এবং ১৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৫৯ পয়েন্টে । এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ২০৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এবি ব্যাংক, উত্তরা ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

সিএসই

অন্যদিকে, এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৯ কোটি ৩৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২১ কোটি ১১ লাখ টাকার। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৮৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৫ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩০১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, ওমিয়েক্স, এনসিসি ব্যাংক এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা