X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘ট্যাক্স সবাই দেয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ০৩:৪৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ০৩:৪৭

মতবিনিময় সভা এনবিআর করদাতার যে সংখ্যা উল্লেখ করে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন।  তিনি বলেন, ‘আয়কর সবাই দেয়। বিশেষ করে সরাসরি আয়কর। ব্যাংকে যেসব সেভিংস অ্যাকাউন্টে ১০ শতাংশ অ্যাড সোর্স কাটা হয়। এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকলে সবগুলো থেকেই অ্যাড সোর্স কাটা হয়। এক্ষেত্রে করদাতার স্বীকৃতি দেওয়া হয় না। সে হিসেবে সরাসরি করদাতার সংখ্যা অনেক বেশি।’ বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে এনবিআর আয়োজিত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশক/ মালিকদের সঙ্গে আয়কর মেলা-২০১৭ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

মোয়াজ্জেম হোসেন আরও বলেন, ‘ব্যাংকে হিসাব খুলতে গেলে ই-টিআইএন নম্বর, জাতীয় পরিচয়পত্র দিতে হয়। কিন্তু সঞ্চয়পত্রে কিছু লাগে না। কারণ, সঞ্চয়পত্রে ইন্টারেস্ট দেওয়ার সময় ট্যাক্স কেটে রাখা হয়।’ সঞ্চয়পত্রে স্মার্টকার্ড পদ্ধতি চালু করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, ‘জনগণের করের টাকা কিভাবে, কোথায় খরচ হচ্ছে সে বিষয়ে জানানো দরকার। জনগণ যদি জানতে পারে– তাহলে আরও বেশি ট্যাক্স দিতে আগ্রহী হবে। আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে যে পরিমাণ টাকা পাচার হচ্ছে এবং আমদানির মাধ্যমে যে টাকা পাচার হচ্ছে সেদিকে এনবিআরের নজর দেওয়া দরকার।’

মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ট্যাক্স আন্দোলন শহরকেন্দ্রিক। গ্রামে এ আন্দোলন এখনও পৌঁছেনি। আমাদের দেশে অনেকেই গ্রামে থাকেন। তাদের আয় শহরের চেয়েও বেশি।’ তিনি এনবিআরকে ট্যাক্স ক্যাম্প গ্রামে করার পরামর্শ দিয়ে বলেন, ‘গ্রামের অনেকে প্রচুর টাকা আয় করে, তবে ট্যাক্স দেয় না। তারা মনে করে গ্রামে থাকলে ট্যাক্স দিতে হবে না।’

তিনি আরও বলেন, ‘ট্যাক্স মানে ভয়ভীতি, আতঙ্ক। এটার কারণেই হয়ত যারা বিদেশে টাকা রেখেছেন তাদের নাম প্যারাডাইস বা পানামা পেপার্সে আসছে। এ আতঙ্ক কাটানো দরকার।’

চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘করমেলায় অনেক মানুষ ঢুকতে পারেনি। স্থান সংকুলান হচ্ছে না। এনবিআরকে ভবিষ্যতে বিষয়টি নিয়ে ভাবতে হবে। করদাতাদের যে কার্ড দেওয়া হচ্ছে তা আরও সুন্দর হওয়া দরকার।’ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া আলাদা ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড এবং মিডিয়া হাউসকে আলাদা ট্যাক্স কার্ড দেওয়ার প্রস্তাব করেন তিনি। তিনি করমেলা সপ্তাহব্যাপী না রেখে বছরব্যাপী করার পরামর্শ দেন। কৃষকদের ওপর ট্যাক্স না বসাতেও অনুরোধ জানান তিনি।

বাংলাভিশনের পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘ট্যাক্স দিতে গেলে মানুষের মধ্যে বেদনা সৃষ্টি হয়। এটা কিভাবে দূর করা যায় সে উপায় এনবিআরকে বের করতে হবে। কর ফাঁকির কুফল মানুষকে বোঝাতে পারলে মানুষ আরও কর দেবে।’

ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেন, ‘করমেলা, কর বাহাদুর পরিবার, ট্যাক্স কার্ড করদাতাদের উদ্বুদ্ধ করছে।’ সহজে ট্যাক্স দেওয়ার বিষয়ে মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘গ্রামেও ট্যাক্স আদায়ের মতো অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। হাউসওয়াইফ সংসার, বিজনেস দেখাশোনা করে। অনেক ক্ষেত্রে স্বামীরা সম্পদ স্ত্রীর নামে রাখেন। সেক্ষেত্রে গৃহিণীদের কিভাবে করের বিষয়ে সচেতন করা যায় তা নিয়ে এনবিআর ভাবতে পারে।’

অনুষ্ঠানে বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাতীয় অর্থনীতির সম্পাদক কিবরিয়া চৌধুরী, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

 

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি