X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আয়কর পেশাজীবীরা করনেট সম্প্রসারণে ভূমিকা রাখবেন: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ২০:৩০আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২০:৩০

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান (ফাইল ছবি) করনেট সম্প্রসারণে আয়কর পেশাজীবীরা (আইটিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ‘রাজস্ব সংগ্রহে কর আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সর্বোচ্চ রাজস্ব সংগ্রহকারী সংস্থা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কর আইনজীবীদের সঙ্গে সুসর্ম্পক বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে সুশাসন সুনিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।’

রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আইটিপিদের প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মো. নজিবুর রহমান বলেন, ‘রাজস্ব আহরণের কাজে কর আইনজীবীদের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন। কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কর আইনজীবীরাও উন্নয়নের অক্সিজেন রাজস্ব আহরণে যুগপৎভাবে কাজ করেন। করনেট সম্প্রসারণ, সুশাসন নিশ্চিতকরণ ও রাজস্ববান্ধব কর প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করে থাকেন।’ 

অনুষ্ঠানে আয়কর পেশাজীবী (আইটিপি) নিবন্ধন-২০১৭ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রায় ৭ হাজার প্রার্থীকে রোল অনুযায়ী দিনব্যাপী তিনটি সেশনে প্রশিক্ষণ ও সনদপত্র দেওয়া হয়। ১২ অক্টোবর লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ১০৩ জনের মধ্যে আট হাজার ১৫৩ জন উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে সাত হাজার ২৯৯ জন উত্তীর্ণ হন। এছাড়া, আয়কর মেলায় অনুপস্থিত ২০ জনকে সনদপত্র দেওয়া হয়। প্রতিটি সেশনে প্রশিক্ষণের পাশাপাশি শপথবাক্যও পাঠ করানো হয়।

 

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!