X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আসছে ‘ভ্যাট সম্মাননা কার্ড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ২২:৫২আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২২:৫৫

 

ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে আয়োজিত এনবিআর-ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ পার্টনারশিপ ডায়ালগে বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ইনকাম ট্যাক্স আইডি কার্ডের পর এবার ভ্যাট দাতাদের ‘ভ্যাট সম্মাননা কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ‘ভ্যাট দাতাদের ভ্যাট সম্মাননা কার্ড দেওয়া হবে। এনবিআরের এই কার্ডধারীরা সব ধরনের সুবিধা পাবেন। তাদের যথাযথ সম্মান দিতে এ কার্ডের নমুনাসহ পুলিশ, সেনাবাহিনীসহ সব সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে চিঠি দেওয়া হবে।’ রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর  ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে আয়োজিত এনবিআর-ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ পার্টনারশিপ ডায়ালগে  তিনি এই তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রথমবারের মতো এবার আয়কর মেলায় করদাতাদের মধ্যে ইনকাম ট্যাক্স আইডি কার্ড বেশ আলোড়ন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সবাই এই কার্ডের প্রশংসা করেছেন। ডিসেম্বর মাসে ভ্যাট সপ্তাহ ও ভ্যাট মেলা উপলক্ষে নিয়মিত ভ্যাটদাতা ব্যবসায়ী, প্রতিষ্ঠানকে ভ্যাট অনার কার্ড বা ভ্যাট সম্মাননা কার্ড দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘সিআইপিদের মতো কর বাহাদুর পরিবার বা করদাতাদের সেই ধরনের সুবিধা দেওয়ার জন্য এনবিআর কাজ করছে।’

অনুষ্ঠানে ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল বলেন, ‘সংবাদকর্মীরাও রাজস্ব আহরণে ভূমিকা রাখছেন। বিশেষ করে তাদের লেখালেখির মাধ্যমে করদাতাদের সচেতন করে তুলছেন। এজন্য ব্যবসায়ীদের পাশাপাশি সংবাদকর্মী, বিশেষ করে ইআরএফ সদস্যদের ভ্যাট বিষয়ে প্রশিক্ষণ দিতে পারে। এছাড়া ভ্যাট অনলাইন ভ্যাট সচেতনতায় কাজ করছে।’ তথ্য পাওয়ার ক্ষেত্রে আরও বেশি ভূমিকা পালনের জন্য ভ্যাট অনলাইনে একটি আলাদা মিডিয়া সেল খোলার পরামর্শ দেন তিনি।

ইআরএফ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘ইআরএফ পার্টনারশিপের মাধ্যমে এনবিআরকে সহযোগিতা করে যাচ্ছে। ইআরএফ-এর স্থায়ী অফিস ও ইআরএফ ইনস্টিটিউট করা হচ্ছে। যার মাধ্যমে বিশেষ করে অর্থনৈতিক বিটের সাংবাদিকদের একটা স্থায়ী ঠিকানা ও প্রশিক্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ইআরএফ ইনস্টিটিউট করার ক্ষেত্রে কর সুবিধা দেওয়ার আহ্বান জানান তিনি।

ইআরএফ সদস্য সৈয়দ শাহনেওয়াজ করিম ভ্যাট আইনকে আরও গতিশীল করার জন্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার পাশাপাশি আরও বেশি প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভ্যাট অনলাইন প্রকল্পের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, ‘৮ লাখ ৬২ হাজার ভ্যাট নিবন্ধনধারীর মধ্যে প্রায় ৩৮ হাজার নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করেন। তাদের সবাই কার্ড পাবেন। এ কার্ডের দুই ধরনের সুবিধা পাবেন। একটি লিগ্যাল অন্যটি সোস্যাল। লিগ্যাল বেনিফিট হলো-এ কার্ড দিয়ে যেকোনও পুনঃরেজিস্ট্রেশন, বন্ড লাইন্সেস-প্রাপ্তি, আমদানি-রফতানি, উৎসে কর্তন, চুক্তি, ব্যাংক লোনসহ বেশ কিছু আইনগত সুবিধা পাবেন। সোস্যাল বেনিফিটের মধ্যে দুই ধরনের। একটি প্রিভিলাইজড, অন্যটি ডিসকাউন্ট। সুপারশপ, হসপিটাল, রেস্টুরেন্ট, হোটেলসহ অন্যান্য ক্ষেত্রে বেনিফিট দেওয়া হবে। এ কার্ডধারী একজন করদাতা ১০-১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। প্রিভিলাইজড সুবিধার মধ্যে রয়েছে, কেউ বিদেশ গেলে তাদের ইমিগ্রেশনে আলাদা লাইন করা, বিমানের লাউঞ্জ ব্যবহার, রেলে টিকেট ক্রয়, বাস, হসপিটালের কেবিন পাওয়া, জেলায় সম্মানিত ব্যক্তির তালিকায় নাম তোলা ও রাষ্ট্রীয় যেকোনও অনুষ্ঠানে দাওয়াত পাওয়া।’

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও