X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১৪, সিএসইতে বেড়েছে ১৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৭, ১৫:৪৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:৪৫

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮২৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৫১ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৯০ কোটি ৮৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৫৪ কোটি ৫৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৩ কোটি ৭১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৯৪ পয়েন্টে এবং ২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এবি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি থাই, সিটি ব্যাংক, ন্যাশনাল টিউবস, ইউনাইটেড পাওয়ার, ফাস ফাইন্যান্স, ঢাকা ব্যাংক এবং গোল্ডেন হার্ভেস্ট।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৩ কোটি ৮৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৬৩ কোটি ২৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৬১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩০ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৯৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৮৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪২ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৯৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এবি ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট, শাহজালাল ইসলামী ব্যাংক, বিডি ফাইন্যান্স, বিডি থাই, ঢাকা ব্যাংক, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, বিবিএস ক্যাবল, অ্যাপোলো ইস্পাত।

/এসএনএইচ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া