X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আয়কর পরিচয়পত্রের মেধাস্বত্ব পেলো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৫:৩৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৫:৪৬

আয়কর দিবসের র‍্যালি

করদাতাদের সম্মাননা দিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্ভাবন ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা আয়কর পরিচয়পত্র প্রথমবারের মতো কপিরাইট বা মেধাস্বত্ব স্বীকৃতি পেয়েছে।  সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট অফিস এ স্বীকৃতি দিয়েছে।  দেশে প্রথমবারের মতো কোনও সরকারি অফিস উদ্ভাবনের জন্য এমন স্বীকৃতি পেল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এনবিআর ভবনের সামনে আয়োজিত আয়কর দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের হাতে এ স্বীকৃতির সনদপত্র তুলে দেন।

এসময় ইব্রাহীম হোসেন খান বলেন, ‘এনবিআর প্রথমবারের মতো ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রবর্তন করেছে। এ কার্ডের যে ডিজাইন তার একটি বিশেষত্ব আছে, যা কপিরাইটের অন্তর্ভুক্ত এবং এ কপিরাইটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এ রেজিস্ট্রেশন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক। এর আগে অন্য কোনও প্রতিষ্ঠান কোনও মেধাস্বত্ব রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি। এনবিআরের এ দৃষ্টান্তকে অনুসরণ করে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাদের মেধাস্বত্বকে সংরক্ষণ ও বিকশিত করার জন্য এগিয়ে আসবে।’

অনুষ্ঠানে অভিনেতা হাসান ইমাম, নাট্য ব্যক্তিত্ব সারা যাকের, সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, অভিনেতা রিয়াজ, অমিত হাসান, অভিনেত্রী মৌসুমী, সংগীত শিল্পী রফিকুল ইসলাম, অভিনেতা ওমর সানি, অভিনেত্রী অপি করিম, অভিনেতা ও নির্মাতা বৃন্দাবন দাশ, অভিনেত্রী বৃন্দাবন দাস খুশি, অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অনেকে আয়কর দিবসের অনুষ্ঠান এবং র‍্যালিতে অংশগ্রহণ করেন।

মো. নজিবুর রহমান বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি, সারা পৃথিবীর কোথাও আয়কর পরিচয়পত্র প্রবর্তিত হয়নি।  তখন আমাদের মাথায় এলো, এ কার্ড বাংলাদেশের একটি মৌলিক উদ্ভাবন। এটাকে কপিরাইট করা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমরা রিসার্চ করে দেখেছি, পৃথিবীর কোথাও এ রকম ডেডিকেটেড কার্ড দেওয়া হচ্ছে না।  এ জন্য সম্প্রতি ঢাকায় বিদেশস্থ বাংলাদেশের যেসব রাষ্ট্রদূত এসেছেন, রাষ্ট্রদূত কনফারেন্সে প্রত্যেককে আমরা এ কার্ড দিয়েছি। তাদের মাধ্যমে এ কার্ড সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে বাংলাদেশিদের ওয়ালেটে।’

অত্যন্ত দ্রুততার সঙ্গে এ কার্ডের ডিজাইন নিবন্ধন করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও কপিরাইট অফিসকে ধন্যবাদ জানিয়ে মো. নজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, আয়কর পরিচয়পত্র তার একটি প্রমাণ। এটি এনবিআরের একটি বড় অর্জন।’

স্বাগত বক্তব্যে এনবিআর সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘দেশব্যাপী আয়কর মেলা, কর অঞ্চলে বিকেন্দ্রীকরণ আয়কর মেলা, আয়কর সপ্তাহ, আয়কর দিবসের মাধ্যমে সারাদেশে কর সচেতনতা তৈরিতে এনবিআর কাজ করছে। মানুষ অনেক সচেতন হয়েছে। এর প্রমাণ হলো, বুধবার পর্যন্ত সারাদেশে ১০ লাখ ৫৮ হাজার আয়কর রিটার্ন দাখিল হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেশি। ই-টিআইএন নিয়েছেন ৩২ লাখ ২১ হাজার।’

অভিনেতা হাসান ইমাম বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন করেছি তা আজ স্বনির্ভর হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কর দিচ্ছি বলে করদাতার সংখ্যা বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সঠিকভাবে কর দেবো। কর দেওয়ার যে প্রক্রিয়া তা অনেক জটিল ছিল, এখন অনেক সরল করা হয়েছে। আরও সরল করলে করদাতার সংখ্যা আরও বাড়বে। যারা কর দিচ্ছেন না তাদের বলতে চাই, কর না দিলে অনেক অসুবিধায় পড়তে হয়। এজন্য তাদের প্রতি আহ্বান, কর দিন এবং দেশকে উন্নত দেশে পরিণত করতে অংশীজন হোন।’

নাট্য ব্যক্তিত্ব সারা যাকের বলেন, ‘খুশি হয়েই আমি কর দেই। দেশটা এগিয়ে যাবার মাধ্যমে প্রমাণ হয় যে, আমরা কর দিচ্ছি। ১০-১৫ বছর আগে কর ফাঁকি দেওয়ার একটা সংস্কৃতি ছিল। সে সময় কর আদায়ের পদ্ধতি এত উন্নত ছিল না। এখন অনেক উন্নত হয়েছে।’

সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা বলেন, ‘করের মাধ্যমে দেশ ও ব্যক্তির আত্মসম্মান বৃদ্ধি পায়। প্রায় ৩০ বছর আগে যখন আমার ওপর কর ধার্য‌ করা হয়েছে, তখন এটা খুব ভয় পেয়েছিলাম যে, আমার মতো গরিবের ওপর ট্যাক্স কেন।  পরে ভাবলাম, আমি কর দেওয়ার যোগ্য।  সেইদিন ট্যাক্স দিয়ে আমি খুশি হয়েছি। সেই থেকে নিয়মিত কর দিই।  সরকারের হাত শক্তিশালী করতে ট্যাক্স দিতে হবে।’

পরে এনবিআরের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান।  পরে চেয়ারম্যান খোলা জিপ, অভিনেতা-সংগীত শিল্পী ও অতিথিরা ঘোড়ার গাড়ি এবং কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার, ফেস্টুন নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

 

/জিএম/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!