X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ই-কমার্সের প্রসারে অভ্যন্তরীণ স্বার্থ সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৭:০৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:১১

সেমিনারে আলোচকদের কয়েকজন

অনলাইনভিত্তিক কেনাকাটার ব্যবস্থা ই-কমার্সের প্রসারে অভ্যন্তরীণ স্বার্থ সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক আবু নাসের।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘ই-কমার্স ও অভ্যন্তরীণ সুরক্ষা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’  শীর্ষক সেমিনারে তিনি এ দাবি জানান। আগামী ডিসেম্বরে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনকে সামনে রেখে এ সেমিনারের আয়োজন করা হয়।

আবু নাসের বলেন, ‘ক্রমবর্ধমান আর্থ-সামাজিক অসমতা বাংলাদেশের জন্য উদ্বেগের একটি বিষয়। ই-কমার্স নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার আয়োজন এই অসমতাকে দেশে এবং বৈশ্বিকভাবে আরও বাড়াবে। আমি মনে করি, সংস্থাটির আসন্ন মন্ত্রী পর্যায়ের সভায় এই বিষয়ে একটি শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করা উচিৎ।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরকত উল্লাহ মারুফ। এতে বলা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে ই-কমার্স বিষয়ে আলোচনার সুযোগ ছিল ১৯৯৮ সালের একটি বিধানে। কিন্তু গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটের মতো বিভিন্ন বহুজাতিক কোম্পানি এবং যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ইউরোপীয় ইউনিয়িন আলোচনার সুযোগ বন্ধ করে দ্বিপাক্ষিক সমঝোতা ও আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠা করতে চায়। এক্ষেত্রে তারা কর, শুল্কসহ সরকারি নিয়ন্ত্রণ না থাকার পক্ষে। আফ্রিকা এবং স্বল্পোন্নত দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করছে, কারণ এই ধরনের আয়োজন বিশ্বজুড়ে ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ন করবে এবং তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা হুমকির মুখে ফেলে দেবে। শুধু তাই নয়; এ ধরনের আয়োজন বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক অসমতা বাড়বে, যা এসডিজি’র ১০ নম্বর লক্ষ্যের পরিপন্থী। তাই বাংলাদেশ সরকারকে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশের ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সহাযোগিতা নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের সদস্য আসজাদুল কিবরিয়া বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ, রুলস অব অরিজিন এবং কার্যকর বাণিজ্য সুবিধা বিষয়ক আলোচনা থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার সরে আসা উচিৎ নয়। কারণ, এই বিষয়গুলো স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই দরকার। ই-কমার্স বিষয়ে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার আসন্ন সম্মেলনে বাংলাদেশকে জোরালো ভূমিকা পালন করতে হবে।’

জাতীয় শ্রমিক জোটের ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘কারিগরি নানা সংকটের মধ্য দিয়েই ই-কমার্স এগিয়ে চলছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রতিযোগিতার অভাব এবং বাজার ব্যর্থতার সুযোগে ই-কমার্স দ্রুত বেড়ে উঠছে। কিন্তু বাজার ব্যর্থতা নিরসন বা ভোক্তার স্বার্থ রক্ষায় সরকারের ই-কমার্স বিষয়ে কার্যকর কোনও নীতিমালা নেই।’

 

/এএইচআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি