X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ৩৩, সিএসইতে কমেছে ৫৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ১৫:২৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৫:২৪

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৩ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৫৫ দশমিক ৭৬ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৪২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৯৬ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৮৭ কোটি ১১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৭৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৩ কোটি ৩৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮৭ পয়েন্টে এবং ৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৮৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট, ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, এবি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩১ কোটি ৭৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১১ হাজার ৭৩২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৪ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৩৮৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৫৮ পয়েন্ট কমে এক হাজার ৪৬৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫২ দশমিক ০১ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১২৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, ফরচুনা সু, গোল্ডেন হার্ভেস্ট, ন্যাশনাল ব্যাংক, কেয়া কসমেটিকস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আরএকে সিরামিকস এবং বিডি কম।
আরও পড়ুন:
কম্বোডিয়ার সঙ্গে এক চুক্তি ও ৯ সমঝোতা সই


/এসএনএইচ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো