X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেড় লাখ টন চাল ও ৫০ হাজার টন গম আমদানি হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৪১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেড় লাখ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ২৪৫ দশমিক ৩৫ মার্কিন ডলার। আর প্রতি টন চালের দর নির্ধারণ করা হয়েছে ৪৪০ মার্কিন ডলার।

বুধবার (০৬ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিসভা বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে ১০১ কোটি ৮২ লাখ টাকা। এছাড়াও দেড় লাখ টন নন-বাসমতি সেদ্ধ চাল ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে ৫৪৭ কোটি ৮০ লাখ টাকা।’

চালের দামের ব্যাপারে তিনি জানান, ‘সরকার কর্তৃক ভারত থেকে জি-টু-জি পদ্ধতিতে আমদানি করা প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৪৪০ মার্কিন ডলার। ভারতের সরকারি প্রতিষ্ঠান নাফিড লিমিটেড এবং বাংলাদেশের জি-টু-জি পদ্ধতিতে ক্রয় বিষয়ক কমিটির মধ্যে চাল নিয়ে সমঝোতার ভিত্তিতে এ দাম নির্ধারণ করা হয়। সে হিসাবে দেড় লাখ টন চাল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ৫৪৭ কোটি ৮০ লাখ টাকা।

গমের দরের ব্যাপারে মোস্তাফিজুর রহমান আরও জানান, সর্বনিম্ন দরদাতা হিসেবে কোরিয়ার মেসার্স সিং সং ফুড করপোরেশন প্রতি টন ২৪৫ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে গম সরবরাহ করবে। এর আগেও গত ২৩ আগস্ট দুইটি পৃথক প্রস্তাবের মাধ্যমে ৫০ হাজার টন করে ১ লাখ টান গম আমদানির অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রথম প্রস্তাবের ৫০ হাজার টন গম কেনার দর নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ২৫১ ডলার করে। এজন্য সরকারের ব্যয় হয়েছে ১০৪ কোটি টাকা। অপর এক প্রস্তাবে ৫০ হাজার টন গম কেনার জন্য কেজিপ্রতি দর নির্ধারণ করা হয়েছে ২৪৯ দশমিক ৩৮ মার্কিন ডলার। এজন্য সরকারের মোট ব্যয় হবে ১০৩ কোটি ৪৯ লাখ ২৭ হাজার টাকা।

অতিরিক্ত সচিব জানান, ঋণপত্র খোলার ৬০ দিনের মধ্যে সব চাল সরবরাহ করা হবে। ঋণপত্র পাওয়ার ৩০ দিনের মধ্যে ১৫ হাজার টন চালের প্রথম চালান আসবে দেশে। শর্ত অনুযায়ী ভারত ২০১৭ সালে উৎপাদিত চাল বাংলাদেশে সরবরাহ করবে। সরকারের গুদামে মজুদ কমে যাওয়ায় এ অর্থবছরে ১৫ লাখ মেট্রিক টন চাল এবং পাঁচ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগেও ভারত থেকে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

সচিবালয়ে অনুষ্ঠিত সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

/এসআই/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ