X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নভেম্বর থেকেই বাড়তি বিদ্যুতের বিল!

সঞ্চিতা সীতু
০৯ ডিসেম্বর ২০১৭, ২২:৩৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৮

 

বিদ্যুৎ-বিল বিদ্যুতের দাম নিয়ে নতুন করে ভোগান্তিতে পড়তে যাচ্ছেন আবাসিক গ্রাহকরা। সর্বশেষ এ বছরের ২৩ নভেম্বর বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাতে বলা হয়, ‘বিল মাস’ ডিসেম্বর থেকে এই দাম কার্যকর হবে। এই ঘোষণায় গ্রাহকরা ধরে নিয়েছিলেন, জানুয়ারি মাসে বিদ্যুতের বাড়তি দাম দিতে হবে গ্রাহককে। কিন্তু বিতরণ কোম্পানিগুলোর হিসাবে ‘বিল মাস’ ডিসেম্বরের অর্থ কোনও কোনও ক্ষেত্রে নভেম্বর মাসের বিল। সে হিসেবে নভেম্বরের শেষে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও বাস্তবে নভেম্বরের শুরুতেই বেড়ে গেছে বিদ্যুতের দাম। ফলে ডিসেম্বরের শুরুতেই দিতে হবে বাড়তি বিদ্যুতের দাম।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন একাধিক সমিতি সূত্রে জানা যায়, গ্রাহকদের নভেম্বর মাসের ব্যবহৃত বিদ্যুতের বিলের সঙ্গে বর্ধিত রেটে বিল সরবরাহ করা হচ্ছে। ফলে গ্রাহকরা ডিসেম্বর মাসে যে বিল পরিশোধ করবেন, সেখানেই বাড়তি বিল পরিশোধ করতে হবে। কিন্তু বিইআরসির নির্দেশ ছিল—ডিসেম্বর মাসের বর্ধিত বিল জানুয়ারি থেকে পরিশোধ করার।

এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিইআরসির ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের ১ তারিখের আগে কোনও গ্রাহকের কাছ থেকে বর্ধিত বিল আদায় করা যাবে না। কোনও ধরনের ব্যাখ্যা দিয়ে যদি সেটা করা হয়, তবে তা হবে আইনের পরিপন্থী। বিইআরসিরর আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এটা হতেই পারে না।’ তিনি বলেন, ‘বিইআরসির আদেশ অনুযায়ী স্পষ্ট ডিসেম্বরের এক তারিখ থেকে দাম বাড়বে।’ গ্রাহক সেটা জানুয়ারী মাসে পরিশোধ করবেন বলেও তিনি মন্তব্য করেন।

জানতে চাইলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিল মাস হিসেবে বিতরণ কোম্পানিগুলো আলাদা মাস বিবেচনা করে। বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা যে, বিল মাস ডিসেম্বর বলা হয়েছে তাতে নভেম্বর মাসের বিলকেই বোঝানো হয়েছে।’ তিনি বলেন, ‘‘মিটার রিডিং নেওয়ার ক্ষেত্রে মিটার রিডাররা একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে নেয়। সেই অনুযায়ীই ‘বিল মাস’ ঠিক হয়। সে হিসাবে নভেম্বরের একটি নির্দিষ্ট তারিখ থেকে ডিসেম্বরের শুরুর দিকের একটি তারিখ পর্যন্ত ‘বিল মাস’ ডিসেম্বর হিসেবে বিবেচিত হবে।’’

প্রতিমাসের বিল একই তারিখ হয় না বলে জানালেন  ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক ব্রি.জে. (অব.) শাহিদ সারওয়ার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিটার রিডাররা মাসের শুরুর দিকে সে মিটারের রিড নিচ্ছেন। এক্ষেত্রে অনেক সময় ৫ বা ৬ তারিখ থেকে পরের মাসের ৫/৬ তারিখের বিদ্যুৎ ব্যবহারের হিসাব করা হয়। এভাবেই প্রতিমাসে বিল করা হয়। বিল মাস বলতে বোঝায় যে মাসের বিল থাকবে সেটাই বিল মাস। কারও বিদ্যুতের বিল যদি ১৫ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর হয়, তাহলে তাকে ডিসেম্বরের বাড়তি বিল দিতে হবে। তবে যদি নভেম্বরের ৫ তারিখ থেকে ডিসেম্বরের ৬ তারিখ হয়, তাহলে নভেম্বরের দাম অনুযায়ী তাকে বিদ্যুতের বাড়তি বিদ্যুতের বিল দিতে হবে না।’

এ বিষয়ে  বিইআরসি’র সদস্য (বিদ্যুৎ) মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিলিং সাইকেল আলাদা আলাদা হতে পারে। ফলে আমরা বিল মাস ডিসেম্বর উল্লেখ করেছি। সুনির্দিষ্টভাবে ডিসেম্বরের ১ তারিখ থেকে বলা হয়নি।’ তিনি বলেন, ‘কোনও কোনও বিদ্যুৎ বিতরণ কোম্পানির বিলিং সাইকেল অর্থাৎ গ্রাহকদের মিটার রিডিং নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নেওয়া হয়। সে ক্ষেত্রে কোনও কোনও গ্রাহকের বিল নভেম্বর থেকেই বাড়তে পারে।’ তবে এই ঘটনা কেবল আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে হতে পারে বলে তিনি জানান।

বিকাশ দেওয়ান জানান, ‘তবে যাদের প্রি-পেইড মিটার, তারা কেবল ডিসেম্বর মাসের বর্ধিত বিলই পরিশোধ করতে পারবেন। তাদের নভেম্বর মাসে ব্যবহৃত বিদ্যুতের ওপর বর্ধিত বিল পরিশোধ করতে হবে না।’

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৫ পয়সা বাড়ানো হয়; যা গড়ে পাঁচ দশমিক তিন পয়সা দাঁড়ায়। বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, বিল মাস ২০১৭ ডিসেম্বর থেকে বর্ধিত এই দর কার্যকর হবে।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি