X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের তালিকা নাই

শফিকুল ইসলাম
১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:১৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২১:০৫

মুক্তিযুদ্ধের প্রতীকী ছবি (সংগৃহীত) স্বাধীনতা অর্জনে অবদান রেখেছেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এমন চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও শিক্ষকদের তালিকা থাকলেও ব্যবসায়ীদের কোনও তালিকা নেই। এ তালিকা করার জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। এ নিয়ে কিছুটা ক্ষোভ রয়েছে ব্যবসায়ীদের মনে। দেশের কয়েকজন শীর্ষ ব্যবসায়ী নেতার সঙ্গে আলাপ করে এ সব তথ্য জানা যায়।

জানা গেছে, এফবিসিসিআইয়ের তিন জন সাবেক সভাপতি তাদের মেয়াদকালের সময় মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন ও তাদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, এ কে আজাদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের বিভিন্ন সময়ের উদ্যোগের কারণে এজন্য সাব কমিটিও গঠন করেছিল এফবিসিসিআই কর্তৃপক্ষ। কিন্তু নানা জটিলতায় সেই কমিটি চূড়ান্ত কাজটি করতে পারেনি। ফলে আজ  পর্যন্ত ব্যবসায়ী সমাজের বীর মুক্তিযাদ্ধাদের কোনও তালিকা হয়নি।

এ ব্যাপারে এফবিসিসিআয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কমিটির মেয়াদকালে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে একটি সাব কমিটিও গঠিত হয়েছিল। কিন্তু নানা জটিলতা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে এটিকে চূড়ান্ত করা সম্ভব হয়নি।’

ক্ষোভ প্রকাশ করে আবুল কাশেম জানান, আমরা ব্যবসায়ীরাও স্বাধীনতা যুদ্ধে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। এখন দেশের অর্থনীতিতে অবদান  রাখছি। ভ্যাট ও ট্যাক্স দিচ্ছি, কর্মসংস্থানের ক্ষেত্রে অবদান রাখছি। এজন্য সরকার তথা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের সম্মাননা পাই। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আজও পর্যন্ত এফবিসিসিআইয়ের কোনও তালিকায় নিজের নাম দেখলাম না। কোনও সম্মাননাও পেলাম না।’

একাধিক ব্যবসায়ী নেতা জানিয়েছেন, এ তালিকা হওয়া দরকার। চিকিৎসকদের তালিকা আছে। সাংবাদিকদের তালিকা আছে। প্রকৌশলীদের তালিকা আছে। শিক্ষকদের তালিকা আছে। তাহলে কেন ব্যবসায়ীদের তালিকা থাকবে না?

এ প্রসঙ্গে জানতে চাইলে এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মো. হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের মেয়াদকালে এ লক্ষ্যে গঠিত সাব কমিটির সুপারিশ অনুযায়ী এফবিসিসিআইয়ের সদস্যভুক্ত ব্যবসায়ীদের মধ্য থেকে ১৪৭ জনের নাম চূড়ান্ত করে তাদের সম্মাননা দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছিল। কিন্তু তা আর সম্ভব হয়নি। সাব কমিটির সুপারিশ অনুযায়ী ওই ১৪৭ জনের নামের তালিকা নিয়ে নানা প্রকার জটিলতার সৃষ্টি হয়েছিল। ফলে আমাদের ওই উদ্যোগ আলোর মুখ দেখেনি।’

হেলাল উদ্দিন আরও বলেন, ‘আমরা ব্যবসায়ীরা শুধু দেশের অর্থনীতি নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অবদান রাখছি। দেশের সংকটকালেও আমরা আমাদের অবস্থান থেকে সরকারের পাশে থাকার চেষ্টা করেছি। ২০১৪ এবং ২০১৫ সালে রাজনৈতিক সহিংসতা চলাকালে, বিশেষ করে সেই সময়ে গাড়িতে বোমা হামলা ও পেট্রোল বোমার আঘাতে যারা মারা গিয়েছিলেন, তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এসব পরিবারের অনেককেই সক্ষমতা ও যোগ্যতা অনুযায়ী পরবর্তীতে চাকরি দেওয়া হয়েছে। যারা আজও সেই চাকরি করছেন।’ শুধু তাই নয়, স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ ও এতিমখানা পরিচালনাসহ নানাভাবে সমাজে ব্যবসায়ীরা অবদান রাখছেন বলেও জানান তিনি।   

এখনও ব্যবসায়ী মুক্তিযোদ্ধাদের তালিকা করতে পারেনি এফবিসিসিআই  

এ ব্যাপারে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, মানিকগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এবং বর্তমানে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিসিআই) পরিচালক মাহবুব ইসলাম রুনু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এফবিসিসিআইয়ে অনেক ব্যবসায়ী নেতা আছেন, মুক্তিযুদ্ধে যাদের বীরত্বগাঁথা রয়েছে। তারা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। সামাজিক কর্মকাণ্ডেও অবদান রাখছেন। তাদের স্বীকৃতি দেওয়া উচিত।’

বিভিন্ন সময়ে এফবিসিসিআই ও জেলা চেম্বারগুলোয় নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে দিচ্ছেন এমন কয়েকজন মুক্তিযোদ্ধা-ব্যবসায়ী নেতার নাম উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এফবিসিসিআইয়ের সাবেক উপদেষ্টা মনজুর আহমেদ, সাবেক পরিচালক ও বগুড়া চেম্বারের সভাপতি মমতাজ উদ্দিন, পরিচালক ও শেরপুর চেম্বারের সভাপতি মোহম্মদ মাসুদ, এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল চেম্বারের আবুল কাশেম উলেখযোগ্য। এ তালিকার বাইরেও বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীর রয়েছেন, যিনি ব্যবসায়ী হিসেবে পরিচিত কিন্তু কখনোই এফবিসিসিআই বা কোনও চেম্বারের নেতৃত্বে ছিলেন না। তিনিও তার নিজস্ব এলাকায় সংসদ সদস্যের দায়িত্বের বাইরেও অনেক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।’       

এ ব্যাপারে এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘অবশ্যই ফেডারেশনের সদস্যভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা থাকা উচিত। এটি যাতে করা হয় তার উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’

 

/এসআই/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!