X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কন্টেইনার হ্যান্ডলিংয়ে সাফল্য উদযাপন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:০২

চট্টগ্রাম বন্দরে রাখা কন্টেইনার (ফাইল ফটো) বিশ্বের শীর্ষ ১০০টি কন্টেইনার পোর্টের মধ্যে চট্টগ্রাম বন্দর পাঁচ ধাপ এগিয়ে ৭১তম অবস্থানে রয়েছে। লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্ট’ এর ২০১৬ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে। এই তালিকায় ২০০৮ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮তম। গত ৮ বছরে চট্টগ্রাম বন্দর তার কর্মদক্ষতা এবং সর্বোচ্চ হ্যান্ডলিং প্রবৃদ্ধির মাধ্যমে ২৭ ধাপ এগিয়ে এ অবস্থানে এসেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদযাপন করবে। অনুষ্ঠানে লয়েডস লিস্ট-এর সম্পাদক লিন্টন নাইটএংগেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে সনদপত্র হস্তান্তর করবেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শীর্ষ ১০০টি বন্দর ২০১৬ সালে ৫৫৫ দশমিক ছয় মিলিয়ন টিইইউ (২০ ফিট দৈর্ঘ্যের কন্টেইনার) কন্টেইনার হ্যান্ডলিং করেছে। ২০১৫ সালের চেয়ে যা দুই দশমিক দুই ভাগ বেশি। কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন ও সিঙ্গাপুর। চীনের ২০টি, ভারতের তিনটি ও পাকিস্তানের করাচি বন্দর স্থান পেয়েছে ওই তালিকায়। করাচি বন্দরের অবস্থান ৭৭তম। বিশ্বের চার হাজার বন্দরের মধ্যে ৫০০টি বন্দর নিয়মিত কন্টেইনার হ্যান্ডলিং করে।

চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বন্দরের এ অভূতপূর্ব সাফল্য বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রতিফলন। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ ও ২০৪১ এর সফল বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরের ভূমিকা প্রণিধানযোগ্য।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০০৯ সালে ১০ লাখ ৬৯ হাজার ৯৯৯টি, ২০১৩ সালে ১৪ লাখ ৬ হাজার ৪৫৬টি, ২০১৪ সালে ১৫ লাখ ৪১ হাজার ৫১৭টি, ২০১৬ সালে ২০ লাখ ২৪ হাজার ২০৭টি এবং ২০১৭ সালে এ পর্যন্ত ২৩ লাখ ৪৬ হাজার ৯০৯টি টিইইউ (২০ ফিট দৈর্ঘ্যের কন্টেইনার) কন্টেইনার হ্যান্ডলিং করেছে। এছাড়া, ২০০৯ সালে দুই হাজার ৯৯টি, ২০১৩ সালে দুই হাজার ১৫৬টি, ২০১৪ সালে দুই হাজার ৪১০টি, ২০১৬ সালে দুই হাজার ৭০৯টি এবং ২০১৭ সালে এ পর্যন্ত তিন হাজার ১৪টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে।

/এসআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী