X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা হচ্ছে তিনটি নতুন উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ২৩:৩২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ০০:১৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা হচ্ছে তিনটি নতুন উড়োজাহাজ সংকট এড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা হচ্ছে তিনটি নতুন উড়োজাহাজ। এগুলো আমদানি করা হবে কানাডা থেকে। উড়োজাহাজ তিনটি কেনার জন্য ঋণও দেবে কানাডা। এজন্য প্রয়োজন হবে না কোনও দরপত্র। বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে এক বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে (জিটুজি) কানাডা ও বাংলাদেশ সরকারের সরাসরি ক্রয় চুক্তির মাধ্যমে ৭০ থেকে ৮০ আসনবিশিষ্ট টার্বোপ্রপ উড়োজাহাজ তিনটি কেনা হবে। এ লক্ষ্যে কানাডিয়ান কমার্শিয়াল কো-অপারেশনের (সিসিসি) সঙ্গে চুক্তি করবে বিমান বাংলাদেশ। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, উড়োজাহাজ ক্রয়ে কানাডা সরকারের প্রতিষ্ঠান এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা (ইডিসি) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য প্রয়োজনীয় অর্থায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ধরনের উড়োজাহাজের একমাত্র নির্মাণ প্রতিষ্ঠান কানাডার বম্বারডিয়ের ইঙ্ক। 
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট উড়োজাহাজ আছে ১৩টি। এর মধ্যে ৭টি ভাড়ায় আর ৬টি নিজস্বভাবে সংগৃহীত। তাদের নিজস্ব উড়োজাহাজের মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও দুটি বোয়িং ৭৩৭-৮০০। ভাড়ায় সংগৃহীত উড়োজাহাজগুলোর মধ্যে একটি অভ্যন্তরীণ রুটে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সৈয়দপুর, যশোর, বরিশাল ও কক্সবাজার) ও একটি আন্তর্জাতিক রুটে (ঢাকা, কলকাতা, কাঠমান্ডু, ইয়াংগুন) ব্যবহার হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র এসব তথ্যও জানিয়েছে। 

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা