X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নতুন বছরেও ব্যাংক খাতে থাকবে দুই আতঙ্ক

গোলাম মওলা
৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:০১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:০৯

ব্যাংক ব্যাংকের মালিকানা দখল নিয়ে শুরু হয়েছিল বছরটির, আর গ্রাহকদের আমানত ফেরত না পাওয়ার আতঙ্ক নিয়ে শেষ হচ্ছে বিদায়ী বছর ২০১৭। এমনকি নতুন বছরেও (২০১৮) ব্যাংকিং খাতে এ দুটি আতঙ্ক দূর হচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বেসরকারি ইসলামী ব্যাংক দখলের মধ্যদিয়ে শুরু হয়েছিল ২০১৭ সাল। চট্টগ্রামের একটি ব্যবসায়ী গ্রুপ নিয়ন্ত্রণে নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এনআরবি গ্লোবাল, বাংলাদেশ কমার্স ও ইউনিয়ন ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক। এমন পরিস্থিতিতেও নতুন বছরে আরও তিনটি নতুন ব্যাংকের অনুমোদন দিতে চায় সরকার। ফলে ২০১৮ সাল ব্যাংকিং খাতের জন্য বড় চ্যালেঞ্জের হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তাছাড়া, এ বছরটি (২০১৭) শেষ হতে যাচ্ছে ফারমার্স ব্যাংকের গ্রাহকদের মধ্যে আমানত ফিরে না পাওয়ার আতঙ্ক নিয়ে। গত দুই সপ্তাহ ধরে গ্রাহকরা তাদের জমানো টাকা তুলে নিতে ফারমার্স ব্যাংকের শাখাগুলোতে ভিড় জমালেও ফিরতে হচ্ছে খালি হাতে। এ কথা বলা যায় যে, নতুন বছরেও (২০১৮) ব্যাংকটির সোয়া লাখ আমানতকারীকে আতঙ্কের মধ্যেই থাকতে হবে। কারণ, তারা পাঁচ হাজার কোটি টাকার বেশি আমানত বেহাত হওয়ার আশঙ্কা করছেন।
অন্যদিকে, এবছর বেসরকারি খাতের একাধিক ব্যাংকের মালিকানা বদল নিয়ে নজিরবিহীন ঘটনা ঘটলেও, এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংক খাতের আমানতকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সার্বিকভাবেও ব্যাংক খাতের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থাও আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে বলে সংসদীয় কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে। আর দেশে ব্যাংক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে দুর্বলতা আছে বলে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুধু তাই নয়,গত দুই বছর ধরে কেন্দ্রীয় ব্যাংক ১৩টি ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েও পরিস্থিতির উন্নতি করতে পারেনি।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামভিত্তিক গ্রুপটি একের পর এক ব্যাংক দখল করে যাচ্ছে। মনে হচ্ছে সহজে তারা থামবে না। এভাবে একের পর এক ব্যাংকের নিয়ন্ত্রণ নিলে পুরো খাতের ওপর তারা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এটা না ঠেকানো গেলে দেশ, সরকার, অর্থনীতি ও ব্যাংক খাতে বিপর্যয় নেমে আসতে পারে। এ জন্য সময় থাকতে ব্যবস্থা নিতে হবে।’
এদিকে, ২০১৭ সালের ৫ জানুয়ারি বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংকের এমডি আবদুল মান্নানকে পদত্যাগে বাধ্য করা হয়। একইভাবে স্যোসাল ইসলামী ব্যাংকের এমডি সহিদ হোসেন ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিনকেও পদত্যাগে বাধ্য করানো হয়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোনও ভূমিকা রাখেনি, বা রাখতে পারেনি।
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাংক খাত নিয়ে বেশ শঙ্কা আছে। নতুন ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ। সবগুলোই পতনের দিকে যাচ্ছে। সব মিলিয়ে ব্যাংকিং খাতের দুরাবস্থা অর্থনীতির অর্জনকে ম্লান করে দিয়েছে। তাই ২০১৮ সালে ব্যাংক খাতে নজর দেওয়া উচিত।’
প্রসঙ্গত, দেশে সরকারি-বেসরকারি-বিদেশি মিলিয়ে মোট ৫৭টি ব্যাংকের মধ্যে আর্থিক অবস্থার অবনতির তালিকায় রয়েছে ১৩টি। বেসরকারি ফারমার্স ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক রীতিমত ধুকছে।সম্প্রতি ব্যাংক দুটি বাঁচাতে পরিচালনা পর্ষদ ঢেলে সাজানো হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে দুই ব্যাংকের এমডিকেও।বাংলাদেশ কমার্স ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের অবস্থাও ভালো নয়।
বাংলাদেশ ব্যাংকের নজরদারি না থাকায় ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণও বেড়েই চলছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গত ৯ বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ সাড়ে তিন গুণ বেড়ে ৮০ হাজার ৩০৭ কোটি টাকা হয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে ঋণের পরিমাণ বেড়ে ৭ লাখ ৫২ হাজার ৭৩০ কোটি টাকা হয়েছে। অর্থাৎ ১০ দশমিক ৬৭ শতাংশ ঋণই এখন খেলাপি। এছাড়া, হিসাবের বাইরে আরও ৪৫ হাজার কোটি টাকার খারাপ ঋণ অবলেপন ধরলে সব মিলে খেলাপি ঋণ হবে এক লাখ ২৫ হাজার কোটি টাকারও বেশি।

/এসএনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি