X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর প্রথম স্প্যানের আদলে বাণিজ্য মেলার মূল ফটক

শফিকুল ইসলাম
০১ জানুয়ারি ২০১৮, ০৮:০০আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৪:১৭

পদ্মা সেতুর প্রথম স্প্যানের আদলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ফটক (ছবি: ফোকাস বাংলা) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেলেই পাওয়া যাবে স্বপ্নের পদ্মা সেতু! এবারের মূল ফটকের নকশা করা হয়েছে পদ্মা সেতুতে বসানো প্রথম স্প্যানের আদলে। মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীনস্ত সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

গত কয়েক বছর বাণিজ্য মেলার প্রধান ফটক সাজানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে। তবে এবার মূল ফটকে পরিবর্তন এনে দেশের ইতিবাচক চিত্র তুলে ধরার প্রয়াস থেকে ইপিবি’র এই সিদ্ধান্ত। এ বছর বড় পরিবর্তন এটাই।

এবারও রাজধানীর শেরে বাংলা নগরের গণপূর্ত বিভাগের ৩১ দশমিক ৫৩ একর জমিতে অনুষ্ঠিত হবে বাণিজ্য মেলা। আজ ২০১৮ সালের প্রথম দিন (১ জানুয়ারি) ১০টায় বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মাসব্যাপী ২৩তম বাণিজ্য মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলার মূল ফটক। প্রবেশ ফি ধরা হয়েছে বয়স্কদের ক্ষেত্রে ৩০ টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। টিকেট কাউন্টার রয়েছে ৫০টি।

আয়োজকরা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এ বছরও থাকবে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এটি আরও তথ্যবহুল আর সমৃদ্ধ থাকবে। তাই এর আয়তন হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ। বঙ্গবন্ধুর ওপর দেশের প্রথিতযশা চিত্রশিল্পীদের আঁকা ২৬টি চিত্রকর্ম থাকবে এতে।

দর্শনার্থীদের কাছে মেলার আকর্ষণ বাড়াতে ও নান্দনিক আবহ রাখতে এবার সুন্দরবনের আদলে একটি ইকো পার্ক করা হয়েছে। শিশুদের বিনোদনের থাকছে দুটি শিশু পার্ক। মায়েদের বিশ্রামের জন্য রয়েছে দুটি কেন্দ্র। নারী ও পুরুষদের জন্য ১২টি ব্লকে থাকবে ২৪টি বাথরুম। এছাড়া রয়েছে মসজিদ ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কার পার্কিংয়ের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।

বিভিন্ন প্রজাতির মাছ ও পাখির পরিচিতির জন্য থাকবে পৃথক ফিশ অ্যাকুরিয়াম ও বার্ড অ্যাকুরিয়াম। দর্শনার্থীরা মূলমঞ্চে প্রতি সপ্তাহে দুই দিন উপভোগ করবেন লোকজ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলায় ডিজিটাল টাচস্ক্রিনের মাধ্যমে চেনা যাবে নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়ন। নিরাপত্তার জন্য সিসিটিভির মাধ্যমে মনিটর করা হবে পুরো মাঠ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বাণিজ্য মেলার সবকিছু চূড়ান্ত। রফতানি বাণিজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে এবার। দেশীয় পণ্যের স্থানীয় ক্রেতা বাড়ানোর কৌশল থেকে অতীতের যে কোনও বছরের তুলনায় আকর্ষণীয় হবে এই মেলা। গতবারের আসরে ৮০ কোটি টাকার রফতানি আদেশ পাওয়া গিয়েছিল। এবারের মেলায় এর পরিমাণ আরও বাড়বে বলে তার আশা।

সরেজমিন দেখা গেছে, এখন চলছে মেলার শেষ মুহূর্তের সাজগোজের প্রস্তুতি। স্টলে চলছে রঙ দেওয়ার কাজ। আর মাঠে চলছে পনি ছিটানো। ধূলোবালি থেকে পরিত্রাণ পেতে এই ব্যবস্থা।

ইতোমধ্যে স্টল সাজানোর কাজ শেষ করে এনেছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, এবার মেলায় প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়নসহ মোট স্টল থাকছে ৫৮৯টি। এর মধ্যে সাধারণ স্টল ৪০০টি। আর প্যাভিলিয়ন ১৮৯টি। গত বছর অংশ নিয়েছিল ৫৮৪টি প্রতিষ্ঠান।

ইপিবি সূত্রে জানা গেছে, এবার বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ১৭টি দেশ। এগুলো হলো— ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, তুরস্ক, সিঙ্গাপুর, মরিশাস, ভিয়েতনাম, ভুটান, মালদ্বীপ, নেপাল ও হংকং। এই ১৭টি দেশের ৪৩টি স্টল থাকছে মেলায়।

রফতানি উন্নয়ন ব্যুরো থেকে জানানো হয়, আবেদন করা প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই-বাছাই করা হয়েছে জেলা প্রশাসকদের মাধ্যমে। কোনও ভুয়া প্রতিষ্ঠানের নামে যেন স্টল বরাদ্দ হয়ে না যায় সেজন্য এই পন্থা।

বরাদ্দ দেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য ইপিবি থেকে দেওয়া হয়েছে ২৭টি শর্ত। এগুলোর মধ্যে নির্দিষ্ট সময় নির্মাণ শেষ করা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, নির্মাণশৈলী মানসম্পন্ন করার কথা উল্লেখ করা হয়।

ইপিবি’র একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানালেন, বাণিজ্য মেলায় স্টল পেতে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দফতরে জমা পড়েছিল প্রায় ১ হাজার ৩০০ আবেদনপত্র। এর মধ্য থেকে লটারি ও দরপত্রের মাধ্যমে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে মোট ৫৮৯টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে।

আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রউফ বাংলা ট্রিবিউনকে জানান, অতীতের মতো এবারের মেলায়ও থাকছে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ফেব্রিক্স পণ্য, হস্তশিল্পজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহার সামগ্রী, চামড়াজাত পণ্য, সিরামিকের তৈজসপত্র, প্লাস্টিক পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, জুয়েলারি, নির্মাণ সামগ্রী ও আসবাবপত্রের স্টল।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা