X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ দেবে পিজিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৮, ২০:৩৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ২০:৩৯

শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ দেবে পিজিসিবি শেয়ার হোল্ডারদের ২০১৬-১৭ অর্থবছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিতে যাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে প্রতিষ্ঠানটির ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হবে। পিজিসিবির সহ-ব্যবস্থাপক (জনসংযোগ)এবিএম বদরুদ্দোজা খান খবরটি জানিয়েছেন।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করবেন পিজিসিবি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। এছাড়া পিজিসিবি’র পরিচালক ও বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিজিসিবি’র পরিচালক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনীসহ অন্য পরিচালকদের থাকার কথা রয়েছে।
সারাদেশে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালনের মাধ্যমে জাতীয় গ্রিড পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে থাকে পিজিসিবি। তাদের বেশিরভাগ শেয়ারের মালিক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। অবশিষ্টাংশের মালিকানা সাধারণ শেয়ার হোল্ডারদের।
২০১৫-১৬ অর্থবছরে পিজিসিবি শেয়ার হোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৬-১৭ অর্থবছরে ১৯৯ কোটি ৫৬ লাখ টাকা মুনাফা করেছে পিজিসিবি। গত অর্থবছরের তুলনায় তাদের লাভ প্রায় ৭৭ কোটি টাকা বেশি।

২০১৬-১৭ অর্থবছরে ৫০ হাজার ৮৪৬ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ সঞ্চালন করে বিতরণকারী সংস্থাগুলোর কাছে পৌঁছে দিয়েছে পিজিসিবি। এটি পূর্ববর্তী অর্থবছর থেকে ৯ দশমিক ৫৫ শতাংশ বেশি। ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে তাল মিলিয়ে সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

বর্তমানে পিজিসিবি সারাদেশে ১০ হাজার ৩৫০ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন ও ১১৩টি গ্রিড সাবস্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিড পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করছে। এর মধ্যে রয়েছে ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন ৫৫৬ দশমিক ৭৬ সার্কিট কিলোমিটার সঞ্চালন।

এছাড়া ২৩০ কেভি ও ১৩২ কেভি সঞ্চালন লাইন পরিচালনা করে পিজিসিবি। বিদ্যুৎ আমদানির জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে দুটি আন্তঃদেশীয় গ্রিড সংযোগ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।

পিজিসিবি ২০১৬-১৭ অর্থবছরে বিদ্যুৎ সঞ্চালন লোকসান ২ দশমিক ৬৭ শতাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। পূর্ববর্তী অর্থবছরে সঞ্চালন লোকসান ছিল ২ দশমিক ৮৬ শতাংশ।

২০১৬-১৭ অর্থবছরে অনেক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে পিজিসিবি। এর মধ্যে উল্লেখযোগ্য— বিবিয়ানা-কালিয়াকৈর ৪০০ কেভি ও ফেঞ্চুগঞ্জ-বিবিয়ানা ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প। এর আওতায় বিবিয়ানা-কালিয়াকৈর প্রায় ১৭০ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি সঞ্চালন লাইন ও কালিয়াকৈর ৪০০/২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র চালু করা হয়।

বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ানোর জন্য বর্তমানে এডিপিভুক্ত ও পিজিসিবি’র নিজস্ব অর্থায়নে মোট ১৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আরও ২১টি প্রকল্প ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে এগুলো বাস্তবায়ন করার কথা।

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা