X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বড় করা প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ২৩:৩০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২৩:৩৭

পারস্পারিক লাভজনক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করলে বাংলাদেশ ও ভারত দু’দেশেই লাভবান হতে পারে। এজন্য সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করে আরও বড় করা প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রবিবার (৭ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সচিবালয়ে তার কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রীর এসব কথা বলেন।

নসরুল হামিদ ও হর্ষবর্ধন শ্রিংলা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সাক্ষাৎকালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি, বিদ্যুৎ আমদানিতে বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অংশগ্রহণ, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি, নূমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি, এলএনজি, হাইড্রো কার্বন উত্তোলন, ২য় ও ৩য় ক্রেডিট লাইনের প্রকল্পসহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বিদ্যুৎ প্রয়োজন। নেপাল বা ভুটানের বিষয়গুলোর সঙ্গে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার।’

‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ মনোনীত হওয়ায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বলেন, ‘ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা সমৃদ্ধ করতে বিদ্যুৎ ও জ্বালানি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময় পাশে থাকবে বলেও তিনি প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে ভারতের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে একটি সেমিনার করা যেতে পারে।’ হাইকমিশনার বলেন, ‘প্রতিমন্ত্রীর পরবর্তী ভারত সফরের সময় এমন একটি সেমিনার বা আলোচনা সভার আয়োজন করা হবে।’

/এসএনএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি