X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৫৭, সিএসইতে কমেছে ৮৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৮, ১৫:১১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৫:১১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫৭ দশমিক ৯১ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৮৭ দশমিক ৮৯ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫১৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭৭ কোটি ৫৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি ৪৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ২৩ পয়েন্ট কমে এক হাজার ৩৯৪ পয়েন্টে এবং ২১ দশমিক ৭৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, ইফাদ অটোমোবাইল, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউবস, আলিফ অ্যালুমিনিয়াম, ড্রাগন সোয়েটার, গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট এবং স্কয়ার ফার্মা।

সোমবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪০ কোটি ১১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৫ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৭ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১১ হাজার ৬৩২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪২ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১৯ হাজার ২৫১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ২২ পয়েন্ট কমে এক হাজার ৪৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৪ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৭ হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১৪০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, এবি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, আল আরাফা ইসলামি ব্যাংক, প্যারামউন্ট টেক্সটাইল, ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড এবং ন্যাশনাল ব্যাংক।
আরও পড়ুন:
অর্ধ শতকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬


/এসএনএইচ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি