X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে এ মাসেই ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ০১:৩৯আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ০১:৪১



এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে এ মাসেই ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি বাংলাদেশে এলএনজি-নির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আগ্রহী ইন্দোনেশিয়া। এই মাসেই বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। তার বাংলাদেশ সফরের সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও কয়লা আমদানি বিষয়ে চুক্তি করতে চায় বাংলাদেশ সরকার। এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় চুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে। বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সোইমারনু বৈঠক করেছেন। ওই বৈঠকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এলএনজি আমদানির চুক্তির সঙ্গে বাংলাদেশে এলএনজি ও তরল জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তার দেশের আগ্রহের কথা জানান। এ সময় বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আগামী দিনে আমাদের বড় বড় কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে। এসব বিদ্যুৎকেন্দ্রের কয়লা আমদানির জন্য সরকারি পর্যায়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।’ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের কয়লা কেনার আগ্রহের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বৈঠকে বলেন, ‘দুই দেশের সরকারি পর্যায়ে কয়লা আমানির বিষয় বিশদভাবে আলোচনা প্রয়োজন। সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে আমরা যৌথভাবে একটি উন্নয়নের ফ্রেমওয়ার্ক করতে পারি।’ এ বিষয়ে উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
আগামী ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বাংলাদেশ সফরে আসছেন। এর আগে গতবছরের ৫ সেপ্টেম্বর ঢাকায় আসেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি। ওই সময়ও দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এবার প্রেসিডেন্ট জোকোর সফরে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ। আগামী ১৪ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের কোন কোন বিষয়ে চুক্তি হবে, তা চূড়ান্ত করা হবে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়ার সঙ্গে আগেই কয়লা এবং এলএনজি আমদানি করতে সমঝোতা স্মারক সই হয়েছে। এখন এই সমঝোতার ভিত্তিতে চুক্তি করার পালা। এরইমধ্যে চুক্তি করার বিষয়ে দুই দেশ আলোচনা করে একমত হয়েছে। প্রেসিডেন্টের সফরের সময় চুক্তিটি করা হবে।গত ১৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সঙ্গে এমওইউ-এর ভিত্তিতে বাংলাদেশে এলএনজি অবকাঠামো নির্মাণ ও এলএনজি সরবরাহ করবে দেশটি। এজন্য ইন্দোনেশিয়ার পারটামিনা ও পেট্রোবাংলা একটি কমিটি গঠন করে কর্মপরিধি নির্ধারণ করবে।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা