X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদ পেলো বিএসটিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ২৩:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ০০:০৪

বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদ পেলো বিএসটিআই বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) থেকে অ্যাক্রেডিটেশন সনদ পেলো জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পণ্য পরীক্ষণের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা ও মানসম্মত পরীক্ষণ প্রতিবেদন প্রদান করায় এ স্বীকৃতি মিললো। বুধবার (২৪ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালামের কাছে অ্যাক্রেডিটেশন সনদ হস্তান্তর করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ৩৫টি পণ্যের মোট ৪১১টি প্যারামিটারের অনুকূলে এই সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ দেওয়া হয়।
শিল্পমন্ত্রী বলেন, ‘বিএসটিআই’র বায়োলজিক্যাল, কেমিক্যাল ও মেকানিক্যাল ল্যাবরেটরির ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন সনদ পেলো। এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিএসটিআই’র পরীক্ষণ সনদের গ্রহণযোগ্যতা বাড়বে। এসব টেস্টিং ল্যাবরেটরি অ্যাক্রেডিটেড হওয়ায় দেশীয় বাজারে মানসম্মত খাদ্য, বস্ত্র ও নির্মাণ সামগ্রী প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ফুড ও বেভারেজ, তৈরি পোশাক আর নির্মাণ সামগ্রী ইত্যাদি রফতানির পরিমাণও বাড়বে। একইসঙ্গে জাতীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।’
আমির হোসেন আমুর মন্তব্য, বিএসটিআই’র ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। গোটা জাতিকে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা তাদের দায়িত্ব। যেসব পণ্য বিদেশে রফতানি করা হচ্ছে সেগুলোর মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিএসটিআইকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন তিনি।
অতিরিক্ত সচিব মো. এনামুল হক বলেন, ‘রফতানিতে যেসব কারিগরি বাধা রয়েছে তা এ ধরনের অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে অপসারিত হবে ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এর ফলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য বাস্তবায়নে আরেক ধাপ এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ।’

ল্যাবরেটরি, প্রোডাক্ট সার্টিফিকেশন সিস্টেম, ম্যানেজমেন্ট সার্টিফিকেট সিস্টেমের ক্ষেত্রে এ ধরনের অ্যাক্রেডিটেশন সনদ অর্জন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালাম। তার কথায়, ‘মুক্তবাজার অর্থনীতিকে ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের অ্যাক্রেডিটেশন সনদ অর্জন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ওপ্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সালে এসডিজি অর্জনে আরও একধাপ এগিয়ে নেবে।’

সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি’র মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘আইএসও আইইসি ১৭০২৫:২০০৫-এর ওপর ভিত্তি করে বিএসটিআইকে এই সনদ দেওয়া হলো। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রফতানিতে প্রসার ঘটবে।’

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ