X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নারী উদ্যোক্তাদের নতুন প্ল্যাটফরম ওয়েন্ড’র যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১৫:৩৬আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৫:৪৩

সংবাদ সম্মেলনে ওয়েন্ড’র প্রেসিডেন্টসহ অন্যরা দেশের সব নারী উদ্যোক্তাদের এক ছাতার নিচে নিয়ে আসার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে উইমেন এন্ট্রাপ্রেনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড)। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নারী উদ্যোক্তাদের এই সংগঠনের যাত্রা শুরুর কথা জানানো হয়।
মতিঝিলে ওয়েন্ড’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন সংগঠনটির প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন। তিনি জানান, প্রাথমিকভাবে আটটি বিভাগীয় শহরে কাজ শুরু করেছে ওয়েন্ড।
ড. নাদিয়া বলেন, ‘আমাদের আট জন নারী উদ্যোক্তা আটটি বিভাগের আটটি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের দায়িত্বে আছেন। যেকোনও বিভাগের সব জেলা-উপজেলা বা ইউনিয়নের নারী উদ্যোক্তারা নিজেদের সমস্যা ফোনে, লিখিতভাবে বা সরাসরি ওই দায়িত্বশীল নারী উদ্যোক্তাকে জানাতে পারবেন। এই সমস্যাগুলোর কথা বিভাগী দায়িত্বশীল উদ্যোক্তা জানাবেন ওয়েন্ডের কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের। কেন্দ্রীয়ভাবে এসব সমস্যার সমাধান দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ বছরের চেষ্টার পর ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর সরকার নারী উদ্যোক্তাদের এই সংগঠনের অনুমোদন দিয়েছে। এই সংগঠনের মূল লক্ষ্য নারী ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে কাজ করা।
ড. নাদিয়া বিনতে আমিন বলেন, ‘সারাদেশে নারী উদ্যোক্তা তৈরি, সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালনা, ব্যবসা সম্প্রসারণে সার্বিক সহায়তা দেওয়া, দেশের অর্থনীতিতে নারীদের অবদান রাখাসহ নারীর ক্ষমতায়নে কাজ করবে ওয়েন্ড। ওয়েন্ড এরই মধ্যে এফবিসিসিআইয়ের সদস্যপদ পেয়েছে।’
নতুন এই সংগঠনের মাধ্যমে বিশেষ করে ঢাকার বাইরের নারীদের নিয়ে কাজ করতে চান বলে জানান ওয়েন্ডের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘নারী উদ্যোক্তাদের সমর্থন জানানো ও পৃষ্ঠপোষকতা করার উদ্দেশ্য নিয়েই এই সংগঠন আমরা গড়ে তুলেছি। এর মাধ্যমে নারীদের তাত্ত্বিকভাবে সমর্থন দেওয়া ছাড়াও ট্রেড লাইসেন্স পাওয়া, ই-টিআইএন ও ভ্যাট রেজিস্ট্রেশন করে দেওয়া, পণ্য উৎপাদনে নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার মতো কাজগুলো করা হবে। এছাড়া আমরা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পণ্য বাজারজাত করতে সহায়তা করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেবো এবং এ সংক্রান্ত নেটওয়ার্ক গড়ে তুলব। আমরা এমন ব্যবস্থা করব যেন নারী উদ্যোক্তারা একে অপরের পরিপূরক হিসেবে গড়ে উঠতে পারেন।’
সংবাদ সম্মেলনে ওয়েন্ডের সহ-সভাপতি শামীমা শারমিন লাইজু, সাধারণ সম্পাদক জিসান আক্তার চৌধুরী, কোষাধ্যক্ষ আনোয়ারা সিদ্দিকী, উপ-কোষাধ্যক্ষ জর্জিনা খালেদ, নির্বাহী সদস্য আয়েশা সিদ্দিকা, নাসিমা হক ও মাহবুবা রব মাহবু উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
২০১৯-২১ সালকে ‘অবকাঠামো বিনিয়োগ বছর’ ঘোষণার প্রস্তাব ডিসিসিআইয়ের

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া