X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৪৮, সিএসইতে কমেছে ৫১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ১৫:৩৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪৮ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৫১ দশমিক ৯৯ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৩৪ কোটি ৬৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ২২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ১৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ৯৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে এক হাজার ৪১৪ পয়েন্টে এবং ২৬ দশমিক ৯৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ২০১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ পোন, সিটি ব্যাংক, মুন্নু সিরামিকস, নাহি অ্যালুমিনিয়াম, বিডি ফাইন্যান্স, আমার নেটওয়ার্ক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, পপুলার লাইফ ইন্সুরেন্স এবং ইফাদ অটোমোবাইল।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩২ কোটি ১৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ৬৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫১ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১১ হাজার ৪৪৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৮ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৯৫৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৯০ পয়েন্ট কমে এক হাজার ৪৩২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৫৫ দশমিক ২০ পয়েন্ট কমে ১৭ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১২৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, এসিআই ফরমুলা, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ড্রাগন সোয়েটার, লাফার্জ সুরমা সিমেন্ট এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
আরও পড়ুন:
ড্রেনে সিমেন্টের বদলে কাদামাটি ও বাঁশ! (ভিডিও)


/এসএনএইচ/
সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়