X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৮৮, সিএসইতে কমেছে ১৫৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৮৮ দশমিক ০১ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৫৭ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৫১৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭২ কোটি ২৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ২২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৩ কোটি ৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে এক হাজার ৩৯৮ পয়েন্টে এবং ২৮ দশমিক ০৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ২৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, গ্রামীণ ফোন, ইফাদ অটোমোবাইল, প্যারামউন্ট টেক্সটাইল, ফার্মা এইড, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং বিভি থাই।

বুধবার সিএসইর লেনদেন চিত্র সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৫৭ কোটি ৩৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৩০ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১১ হাজার ২৯২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬৩ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৯১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৮ দশমিক ২৩ পয়েন্ট কমে এক হাজার ৪১৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৫৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, সামিট পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বিজিআইসি, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, প্যারামউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা এবং বেক্সিমকো লিমিটেড।
আরও পড়ুন:
ব্যাংকগুলোর ঋণ আমানত অনুপাত পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক


/এসএনএইচ/
সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মোকাবিলায় যা করছে ডিএনসিসি
বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মোকাবিলায় যা করছে ডিএনসিসি
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি