X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাণিজ্য মেলা শেষ, ১৬০ কোটি টাকার অর্ডার পাওয়া গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১০

মেলার শেষ দিন কর্মদিবস হলেও ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল (ছবি- ফোকাস বাংলা) ক্রেতা-বিক্রেতাদের সন্তুষ্টির মধ্য দিয়ে শেষ হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক কর্মদিবস হলেও মেলার শেষ দিনটিও ছিল ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর। বিকালে মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, এ বছর ১৬০ কোটি ৫৭ লাখ টাকার রফতানি আদেশ পাওয়া গেছে।
সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের বাণিজ্য মেলায় মোট স্টল ও প্যাভিলিয়ন ছিল ৫৮৯টি। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ছিল ১১২টি, মিনি প্যাভিলিয়ন ছিল ৭৭টি, স্টল ছিল চারশটি। ১৭টি দেশের মোট ৪৩টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।
বছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও ব্যাবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার সময় বাড়ায় চার দিন। সেই অনুযায়ী আজ রবিবার শেষ হলো বাণিজ্য মেলা।
মেলায় গৃহস্থালী পণ্যের দোকানে ভিড় একটু বেশিই ছিল (ছবি- ফোকাস বাংলা) বর্ধিত চার দিনের মধ্যে সাপ্তাহিক দুই ছুটির দিন শুক্র ও শনিবার থাকায় ক্রেতা-দর্শনার্থীরা প্রাণ খুলে মেলা পরিদর্শন করেছেন এবং কেনাকাটা করেছেন। ব্যবসায়ীরাও তাই বেচাকেনায় সন্তুষ্ট।
গতকাল শনিবার সাপ্তহিক ছুটির দিন বিকালে দর্শনার্থীদের সমাগম বেড়ে জনস্রোতে রূপ নেয়। আগতদের সবাই সাধ্যমতো কেনাকাটা করেছেন। মেলায় সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে বিভিন্ন গৃহস্থালী পণ্যে। প্লাস্টিকের বিভিন্ন পণ্যের পাশাপাশি প্রেশার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য বিক্রি হয়েছে বেশি। শেষ মুহূর্তে পণ্যের বিক্রি বাড়াতে সর্বোচ্চ ছাড় দিয়েছেন বিক্রেতারা, সঙ্গে ছিল বিভিন্ন ধরনের উপহার।
অভিভাবকদের সঙ্গে অনেক শিশুই মেলায় এসেছে (ছবি- ফোকাস বাংলা) মেলার শুরু ও মাঝের সময়ে শৈত্যপ্রবাহের কারণে ভিড় কম থাকলেও শেষের দিকে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাণিজ্য মেলা। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলায় ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে হয়েছে বিক্রেতাদের।
তারপরও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় চার দিন বাড়ানো হয়। বিক্রেতারা বলছেন, শৈত্যপ্রবাহের সময় তাদের বেচাবিক্রিতে যে ক্ষতি হয়েছিল, তা পুষিয়ে নিতে পেরেছেন বর্ধিত এই চার দিনে।
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগের বছরের তুলনায় মেলায় ক্রেতা-বিক্রেতার সংখ্যা বেড়েছে। সবার সহযোগিতায় এবারের মেলা বেশ সফলভাবেই শেষ হলো।’

/এসআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী