X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘জাতীয় অবকাঠামো বাস্তবায়ন কমিটি গঠন প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৫

বৈঠকের আগে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা পিপিপি’র আওতায় বিভিন্ন মেগা প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের লক্ষ্যে একটি জাতীয় অবকাঠামো বাস্তবায়ন কমিটি গঠনের প্রয়োজন রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন। রবিবার (১১ ফেব্রুয়ারি) তার কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খানের নেতৃত্বে ডিসিসিআইর পরিচালনা পর্ষদের সদস্যদের এক বৈঠকে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

পিপিপি’র আওতায় মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের ধীরগতির জন্য অর্থায়ন, দক্ষ লোকবলের অভাব, বিভিন্ন সংস্থা অনুমতিপত্র লাভের দীর্ঘসূত্রিতাকে দায়ী করেন সৈয়দ আফসর এইচ উদ্দিন। তিনি জাতীয় অবকাঠামো পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি অবকাঠামো প্ল্যাটফর্ম গঠনের তাগিদ দেন। তিনি জানান, ২০১৮ সাল নাগাদ পিপিপি’র আওতায় ১৩টি প্রকল্পে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে এবং এক্ষেত্রে সড়ক, পর্যটন, স্বাস্থ্য, বন্দর, নগরায়ন ও শিল্পখাত উল্লেখযোগ্য। তিনি আরও বলেন, পিপিপি’র আওতায় প্রকল্পগুলোয় বিনিয়োগের ক্ষেত্রে ১০ বছরের করমুক্ত সুবিধা দেওয়া হয়। এ সুযোগ গ্রহণ করে দেশের ব্যবসায়ীদের অধিক হারে পিপিপি’র প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘বিনিয়োগ খাতে বিদ্যমান স্থবিরতা কমানোর জন্য বৈদেশিক সহায়তা এবং উচ্চ হারের বৈদেশিক ঋণের নির্ভরতা কমানোর জন্য পিপিপি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। ডিসিসিআই সভাপতি দেশের মেগা প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ অথরিটি ‘ন্যাশনাল ইনফ্রাস্ট্রকাচার ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং অ্যাডভাইজরি অথরিটি (নিডমা)’ নামে জাতীয় অবকাঠামো বাস্তবায়ন কমিটি গঠনের প্রস্তাব করেন।

ডিসিসিআই পরিচালক ইঞ্জিনিয়ার আকবর হাকিম, আন্দালিব হাসান, হুমায়ুন রশিদ, সেলিম আকতার খান, ওয়াকার আহমেদ চৌধুরী এবং মহাসচিব এএইচএম রেজাউল কবির এ সময় উপস্থিত ছিলেন।

 

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা