X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৬, সিএসইতে বেড়েছে ১৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৬

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ০৮ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ৬৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৬৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৬৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭ কোটি ৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে এক হাজার ৪০৬ পয়েন্টে এবং ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, কেয়া কসমেটিকস, গ্রামীণ ফোন, আলিফ অ্যালুমিনিয়াম, মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা এবং ন্যাশনাল টিউবস।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৫ কোটি ৩৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২০ কোটি ০২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৫ কোটি ৩৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৫৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৯ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪২৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রিমিয়ার সিমেন্ট, বাটা সু, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবল, আলিফ অ্যালুমিনিয়া, গ্রামীণ ফোন, বেক্সিমকো লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং এবং লিগ্যাসি ফুটওয়্যার।
আরও পড়ুন:
উদ্যোক্তাদের কারণে নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা


/এসএনএইচ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!