X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শিশুদের বাজেট ট্র্যাক করার জন্য আলাদা ইকোনমিক কোডের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৪৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:১০

শিশুদের বাজেট ট্র্যাক করার জন্য আলাদা ইকোনমিক কোডের সুপারিশ শিশুদের জন্য বরাদ্দ বাজেটের পরিমাণ জাতীয় বাজেটে সহজে ট্র্যাক করার জন্য আলাদা কোডের সুপারিশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির (সিবিপি) পরিচালক ড. এম আবু ইউসুফ। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে বাজেট বরাদ্দের ওপর এক গবেষণার প্রেক্ষিতে এ সুপারিশ করেন তিনি।

বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরা হয়। এ গবেষণার মূল বিষয় ছিল শিশুদের প্রতি সহিসংতা।    

ড. এম আবু ইউসুফ বলেন, ‘শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে আমাদের যত রিসোর্স আছে সবগুলোকে একত্রিত করতে হবে। তা না হলে সামগ্রিক শিশু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে। শিশুদের উন্নয়নে অর্থ মন্ত্রণালয় এবং বাজেট বাস্তবায়নের সঙ্গে জড়িত সবার যথেষ্ট কারিগরি জ্ঞান থাকা জরুরি। এর ফলে বরাদ্দকৃত বাজেট সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব। এই বাজেট দ্বারা শিশুরা কিভাবে উপকৃত হবে, তার আরও বিস্তারিত জানার জন্য শিশু সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কারিগরি সহায়তা প্রদান করা যেতে পারে।’

শিশুদের জন্য বরাদ্দ বাজেট সম্পর্কে সাম্প্রতিক তথ্য প্রতিবেদন তৈরি করা জন্য আন্তমন্ত্রণালয় কমিটিও গঠনের সুপারিশ করেন তিনি। এছাড়া তিনি শিশু উন্নয়নে কাজ করার জন্য বেসরকারি খাত, সিভিল সোসাইটি এবং এনজিওগুলোকে শিশু অধিকারের ব্যপারে প্রচারণারও সুপারিশ করেন। শিশুদের প্রতি সহিংসতা কমিয়ে আনায় কিভাবে বাজেট আরও বাড়ানো যায়, তারও একটি দিকনির্দেশনা দেন তিনি।   

ওয়ার্ল্ড ভিশনের সামগ্রিক তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিদিন পরিবারের প্রতি ১০ জনে ছয় জন শিশু শারীরিক সহিংসতার শিকার হচ্ছে। কিছু বিদ্যালয়ে খারাপ ফলাফলের জন্য বা শাসনের জন্য শারীরিক শাস্তি দেওয়া হয়। বাংলাদেশে প্রায়  ৮২ শতাংশ শিশু বিভিন্নভাবে সহিংসতার শিকার হয় ১৪ বছর বয়সে পা দেওয়ার আগেই। ৭৭ দশমিক ১ শতাংশ শিশু বিদ্যালয়ে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়া ৫৭ শতাংশ শিশু কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। শিশু নির্যাতনের কারণ হিসেবে ধর্মীয়, প্রথাগত ও সাংস্কৃতিক রীতি, শিশু অধিকার সচেতনতাও শৃঙ্খলাবোধের অভাব এবং শিশু সুরক্ষা আইনের দুর্বল প্রয়োগকে দোষারোপ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে পারি শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে। আমি দেখেছি, গবেষক  কিছু সুপারিশ তুলে ধরেছেন। সুপারিশগুলোর পাশাপাশি এর পারিপার্শ্বিকতা এবং শিশুদের প্রতি কোন ধরনের নির্যাতন বেশি হচ্ছে, তাও জানা জরুরি। শিশুদের ক্ষেত্রে বরাদ্দ বাজেট কতখানি বাস্তবায়ন করা হচ্ছে, তাও দেখা জরুরি। এর পাশাপাশি মন্ত্রণালয় কোন কোন ক্ষেত্রে খরচ করবে তাও নির্ধারণ করা জরুরি।’

 

 

 

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা