X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সাজা: সহিংস কর্মসূচি না দেওয়ায় বিএনপিকে সাধুবাদ ব্যবসায়ী মহলের

গোলাম মওলা
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৪

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের এ রায়ের প্রতিবাদে কোনও কঠোর কর্মসূচি না দেওয়ায় বিএনপিকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ী মহল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে শুরুতে আতঙ্ক সৃষ্টি হলেও বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হওয়ায় এ বিষয়কে কেন্দ্র করে দেশে এ মুহূর্তে সহিংসতার আশঙ্কা করছেন না তারা।

বিএনপিকে সাধুবাদ জানিয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজনীতিতে এখন গুণগত পরিবর্তন আসছে। দলীয় প্রধানের কারাদণ্ডেও বিএনপি যে কঠোর কোনও কর্মসূচি দেয়নি, এটাই তার প্রমাণ। দেশের মানুষ এখন ধ্বংসাত্মক কর্মকাণ্ড পছন্দ করেন না। এ কারণেই খালেদা জিয়া নিজেও বলে গেছেন, মানুষের জান-মালের ক্ষতি হয়–এমন কোনও কর্মসূচি দেওয়া যাবে না। বিএনপির এই ধরনের আচরণ দেশের জন্য খুবই ভালো।’

এ প্রসঙ্গে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবসময় জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির বিরুদ্ধে। দেশের মানুষও এ ধরনের কর্মসূচি আর দেখতে চায় না। সেটা হয়তো রাজনৈতিক নেতারা বুঝতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ‘সবাই মনে করে দেশে শান্তি থাকা উচিত। তাই উন্নয়নের স্বার্থে দেশকে শান্তিতে থাকতে দিতে হবে। সেই রাস্তায় আমরা চলছি। বিএনপি জ্বালাও-পোড়াও কর্মসূচিতে না যাওয়ায় ব্যবসায়ীদের সহিংসতার শঙ্কাও কেটে গেছে।’

এদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। এর আগে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

বিএনপির অহিংস কর্মসূচির প্রশংসা করে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির দিন এখন আর নেই। দেশের কেউ সেটা আর চায় না। ব্যবসায়ীরাও সুষ্ঠুভাবে ব্যবসা করতে চান। বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্তকে মানুষও ইতিবাচকভাবে নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘রায়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে সহিংসতার যে শঙ্কা ছিল, তাও কেটে গেছে। আইন চলবে আইনের গতিতে। তবে সবক্ষেত্রে আইনের প্রয়োগ থাকলে রাজনীতিবিদদের পরস্পরের প্রতি শ্রদ্ধা বাড়বে।’

বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হরতাল-অবরোধ দেশের জন্য যেমন ক্ষতির কারণ, তেমনিই ব্যবসায়ীদের জন্যও আতঙ্কের। বিএনপি চেয়ারপারসন জেলে যাওয়ার পরও দলটি হরতাল-অবরোধ কর্মসূচি না দেওয়ায় তাদের সাধুবাদ জানাই। দেশে এখন যে স্বস্তি রয়েছে, তা যেন অব্যাহত থাকে সে ব্যাপারে রাজনীতিবিদদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রানা প্লাজার ঘটনার পর ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই মুহূর্তে হরতাল-অবরোধ হলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হতে পারে। এছাড়া সহিংসতা সাধারণ মানুষ পছন্দ করেন না। বিষয়টি বিএনপি নেতারা হয়তো বুঝতে পেরেছেন।’

/এসএনএইচ/এমএ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া