X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পাঁচ সরকারি ভবনের ছাদে বসছে সৌর প্যানেল

সঞ্চিতা সীতু
২২ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫১

সৌর প্যানেল (ফাইল ছবি)

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সরকারি অফিসের বড় পরিসরের ছাদে সোলার প্যানেল স্থাপন করতে যাচ্ছে ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি। প্রাথমিকভাবে পাঁচটি ভবনের  ছাদ নির্বাচন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে, একইভাবে যদি ঢাকার সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল বসানো যায়, তবে প্রতিদিন অন্তত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।


খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ও ওয়াপদা ভবনের ছাদে ইতোমধ্যে সোলার প্যানেল বসানো হয়েছে।  পাইলট প্রকল্প হিসেবে এই দু’ভবনের ছাদে প্যানেল বসানো হয়েছে। আর এখন একইভাবে অন্য সরকারি ভবনগুলোর ছাদেও প্যানেল বসানোর প্রকল্প হাতে নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) খাদ্য ভবন, শিক্ষা ভবন ও মহিলা বিষয়ক অধিদফতরের ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে। এজন্য এই তিন ভবনের কর্তৃপক্ষের সঙ্গে সাইট লিজ অ্যাগ্রিমেন্ট (এসএলএ) করেছে তারা। এই প্যানেলগুলো বসানোর জন্য ইতোমধ্যে লেটার অব ইনটেন্ড (এলওআই) বা কাজ শুরুর অনুমতিপত্রও দেওয়া হয়েছে।  এছাড়া, শিল্পকলা একাডেমির ছাদে প্যানেল বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। কিন্তু পরে একাডেমি কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় ঢাকা বিভাগীয় কমিশনারের এক নম্বর ভবনের ছাদে প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে পিডব্লিউডিকে চিঠিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, হজ ক্যাম্পের ছাদে ৫০০ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো)। এরইমধ্যে দরপ্রস্তাব পাওয়া গেছে। সবকিছু যাচাই-বাছাই করে ছয়টি প্রতিষ্ঠানের দরপ্রস্তাব প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এখন প্রস্তাবগুলো চূড়ান্ত করার জন্য যাচাই-বাছাই চলছে।

টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বলছে, বাণিজ্যিক ও আবাসিক ভবনের ছাদের উপরিভাগ পুরোপুরি বা আংশিকভাবে অব্যবহৃত পড়ে থাকে । গ্রিডটাইড সোলার পিভি সিস্টেমের  অধীন সোলার পাওয়ার প্ল্যান্ট, যা ভবনের চাহিদানুসারে বিদ্যুৎ সরবরাহের পর অতিরিক্ত বিদ্যুৎ স্থানীয় বিতরণ ব্যবস্থায় সরবরাহ করতে পারে।  এটা গ্রিডটাইড এসি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে গ্রিড সংযুক্ত এলাকায় একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করবে।  সরকার এই মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে দেখছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করে রাজধানীতে প্রায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

এ বিষয়ে ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এজন্য সরকারি ভবনগুলোর ছাদে সৌর প্যানেল বসানোরও পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিপিডিসি’র দুই ভবনের ছাদে প্যানেল বসিয়েছি। আরও চারটি ভবনে প্যানেল বসানোর কাজ দ্রুত শুরু করা হবে।’

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক শাহীদ সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেসকো অনেকগুলো ভবনের ছাদে প্যানেল বসানোর পরিকল্পনা করেছে। বর্তমানে হজ ক্যাম্পের ছাদে প্যানেল বসানোর কাজ শুরু হতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ফলে আরও ভবনের ছাদে প্যানেল বসানোর কাজ করা হবে।’

 

/এমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা