X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ এশিয়াতে বৈষম্য বড় সমস্যা: রেহমান সোবহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০১

 

 

রেহমান সোবহান (ফাইল ছবি) দক্ষিণ এশিয়াতে বৈষম্য বড় সমস্যা বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান ড. প্রফেসর রেহমান সোবহান। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সংলাপে তিনি এ মন্তব্য করেন।

ড. রেহমান সোবহানের গবেষণার ওপর এই সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ এমএম আকাশ, সেলিম রায়হান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

সিপিডির এ সংলাপে দেশে আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

প্রফেসর রেহমান সোবহান বলেন, ‘দক্ষিণ এশিয়াতে বৈষম্য বড় হওয়ার কারণ হলো জনগণ বিভিন্ন ক্যাটাগরিতে থাকায় বণ্টনে সাম্য আনা যায় না। এই অঞ্চলে শিক্ষার গুণগতমানেও পার্থক্য রয়েছে।’ এজন্য অর্থনীতির সামগ্রিক উন্নয়নে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এক্ষেত্রে কৃষির জন্য সংস্কার কমিশন গঠন জরুরি। এই কমিশন কৃষির উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি সুপারিশ করবে বলে মত দেন রেহমান সোবহান।

মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি উন্নয়নের জন্য বিনিয়োগ জরুরি। কিন্তু আমাদের বেসরকারি বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। ২০০৮ সালে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে ২১ শতাংশ বিনিয়োগ ছিল। ২০১৬ সালে এসে তা ২৩ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। এই হারে বিনিয়োগ বাড়লে তা হতাশাজনক ।’ তিনি বলেন, ‘যেসব দেশে উন্নয়ন হয়েছে, তার পেছনে রয়েছে সুশাসন। কারণ, সুশাসনই উন্নয়নের পূর্বশত। কিন্তু আমাদের দেশে প্রশাসনিক ব্যবস্থায় যারা ভালো করছে, তাদের পুরস্কার নেই। আর যারা খারাপ করছে, তাদেরও শাস্তি দেওয়া হয় না। এতে প্রশাসনিক কাঠামো প্রতিযোগিতামূলক হয় না। একইভাবে স্বচছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় না।’

ড. মসিউর রহমান বলেন, ‘শহরে মানুষ ঋণ পায় বলে যে অভিযোগ এসেছে, তা পুরোপুরি ঠিক নয়। কারণ, সরকার ঋণব্যবস্থায় পরিবর্তন এসেছে। গ্রামে ঋণ বিতরণ বেড়েছে। এছাড়া ইতিমধ্যে বেশকিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করা হয়েছে। আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যা চলমান।’

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘উন্নয়নের পলিসির ধারাবাহিকতা জরুরি।’ তার মতে, আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনা দরকার। কারণ, প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে না পারলে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। আর সুশাসন না থাকলে কোনও উন্নয়ন টেকসই হয় না।

ড. সেলিম জাহান বলেন, ‘আমরা সবকিছুতেই ভারত বা অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি। কিন্তু ওইসব দেশের মতো আমাদের রাজনীতি আছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।’

ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে সুশাসন ও গণতন্ত্র না থাকলে কোনও কিছুই হবে না। কারণ, শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যে আচরণ করেছে, তা কোনোভাবেই গ্রাহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘দেশের মানুষ শান্তি চায়। কিন্তু আমরা কী দেখছি? এটি ভাবা যায় না।’ রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনের সুযোগ এক কেন্দ্রীক বলে মন্তব্য করেন তিনি।

ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের ৩৫ কোটি বই ছাপা হয়েছে। এই বইয়ে স্বাধীনতার ইতিহাসে সোহরাওয়ার্দীর নাম নেই। শিক্ষার ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হকের নাম নেই। উন্নয়ন অর্থনীতিতে রেহমান সোবহানের নাম নেই। এটি গ্রহণযোগ্য নয়।’

মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘একাত্তরে যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, ওই চেতনায় ফিরে যেতে হবে। কারণ, চারটি মূলনীতির কোননোটিই দেশে নেই।’


/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে