X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ-ভারত বাণিজ্যের প্রধান বাধা অনুন্নত যোগাযোগ ও অবকাঠামো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৯





সেমিনারে হর্ষবর্ধন শ্রিংলাসহ অন্যরা অনুন্নত যোগাযোগব্যব্স্থা ও অবকাঠামো সমস্যা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যের প্রধান বাধা বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-ভারতের ব্যবসায়িক সুযোগ-সুবিধা’ শীর্ষক এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইআইসিসিআই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘দুই দেশের বাণিজ্য বাড়াতে অশুল্কগত বাধা দূর করতে হবে। এজন্য অবকাঠামোগত উন্নয়ন ও আইন সংস্কার দরকার। ভারত সরকার বেশকিছু উদ্যোগ নিয়েছে। দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে এটি সমাধান করবে।’

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। বর্তমানে ১০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে আছে। এছাড়াও বাণিজ্য বাড়াতে বর্তমানে ২১টি বাংলাদেশি খাদ্যপণ্যের ক্ষেত্রে বিএসটিআইয়ের মান সনদে স্বীকৃতি দিয়েছে ভারত।’ আরও ছয়টি পণ্য প্রক্রিয়ায় রয়েছে বলে জানান তিনি।

ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সব ধরনের বাধা অপসারণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে। অবকাঠামোগত ও যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের লক্ষ্যে ভারত ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।’ জল, স্থল, রেলপথসহ দ্রুত ও সহজ যোগাযোগব্যবস্থার উন্নতির কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সিলেট ও খুলনা জেলায় ভারতীয় হাইকমিশনের শাখা খোলা হচ্ছে।

সেমিনারে বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হাফিজুর রহমান, আইবিএফবিয়ের সভাপতি এম হাফিজুর রহমান খান, সংগঠনটির পরিচালক এম এস সিদ্দিক, আইআইসিসিআইয়ের পরিচালক টি কে পাণ্ডে প্রমুখ বক্তব্য রাখেন।

এম হাফিজুর রহমান বলেন, ‘দক্ষিণ এশিয়া এখন সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। অর্থনীতির ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।’

সেমিনারে বক্তারা ভারতে বাংলাদেশের পণ্য রফতানির প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরেন। ভারতে পণ্য রফতানিতে শুল্ক সমস্যার চেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে অনুন্নত অবকাঠামো ও বিদ্যমান অশুল্ক (নন-ট্যারিফ) জটিলতা। এ কারণে বাংলাদেশি পণ্য রফতানির সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

ব্যবসায়ী নেতারা এ বিষয়ে বলেন, শুল্ক সমস্যা কম থাকলেও বিদ্যমান নন-ট্যারিফ জটিলতা এখন বাণিজ্যের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সনদ থাকা সত্ত্বেও ভারত অনেক পণ্য আটকে দিচ্ছে।

উদারহণ টেনে এক ব্যবসায়ী বলেন, ভারতে ‘টয়লেট্রিজ পণ্য হিসেবে সাবান (সোপ) রফতানি করা হয়। কিন্তু ভারতে ‘কসমেটিকস পণ্য’ বলে সাবান আটকে দেয় এবং বেশ কিছু মান যাচাই করতে হয়। এতে একদিকে যেমন সময় নষ্ট, অন্যদিকে খরচও বেড়ে যায়। ভারতে পণ্য রফতানিতে এ রকম শত শত নন-ট্যারিফ বাধার মুখে ব্যবসায়ীদের পড়তে হয়।

সেমিনারে আবিএফবিয়ের পরিচালক এম এস সিদ্দিকি ও আইআইসিসিআইয়ের পরিচালক টি কে পান্ডে মূল প্রবন্ধ পাঠ করেন।

 

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা