X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রী মনে হয় পাটের প্রতি একটু বিরূপ: মির্জা আজম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ২০:২৯আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৭:০৩


আলোচনায় বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষণার পরও প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসেবে পাট তালিকাভুক্ত না হওয়ায় অর্থ মন্ত্রণালয় দায়ী করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি বলেছেন, ‘আগামীকাল মঙ্গলবার জাতীয় পাট দিবসে দুই বছরের চিঠি চালাচালির বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। অর্থমন্ত্রী মনে হয় পাটের প্রতি একটু বিরূপ।’

সোমবার (৫ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ  এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘পাটের উন্নয়ন: গণমাধ্যমের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর বন্ধ মিল চালু করেছেন। ৬টি পণ্যে পাটমোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়। এরপরই পাটের যে অগ্রগতি, তা সম্ভব হয়েছে। অগ্রগতির পথে ধাক্কা কম আসেনি। ২০১৪ সালে হঠাৎ করে ভারত রফতানিকৃত কাঁচা পাটে বিধিনিষেধ জারি করে। তবে তেমন ক্ষতি করতে পারেনি। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করেই আমরা এগিয়ে যাচ্ছি। গত তিন বছরে পাটের অগ্রগতি হয়েছে। ২০১৫ সালে কাঁচা পাট উৎপাদিত হয়েছে ৬৮ লাখ বেল, ২০১৭ সালে হয়েছে ৮৫ লাখ বেল।’
তিনি আরও বলেন, ‘আমরা পাটজাত পণ্যের বহুমুখীকরণে কাজ করছি। গত বছর পাটের পণ্যের বহুমুখীকরণের তালিকা পেয়েছিলাম ১৩৫টি। সেখানে মাত্র এক বছরের ব্যবধানে সেটা ২৪০ এসে দাঁড়িয়েছে।’
প্রধানমন্ত্রী ২০১৬ সালে নির্দেশনা দিয়েছেন পাট বহুমুখী প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসেবে তালিকাভুক্ত করার জন্য। প্রক্রিয়াজাত কৃষিপণ্যের জন্য দুই বছর ধরে ফাইল চালাচালি হচ্ছে, আমি মন্ত্রী হয়েও টেবিলে টেবিলে ঘুরেছি। একজন কর্মকর্তা আছেন, যিনি সার্বক্ষণিক এটা দেখছেন। বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ঘুরছেন। ঘুরপাকের মধ্যে কেটে গেছে দুই বছর। এটি এখন অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলে আছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘পাটের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। ৭৫ পরবর্তী সময়ে পাটকে ধ্বংস করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়।’ বিশ্বব্যাংকের ষড়যন্ত্রের কথা তুলে ধরে মির্জা আজম বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ আদমজী জুট মিল ২০০২ সালে খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিলেন। তখন মিল বন্ধ করতে বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারকে অর্থ সহায়তা দিয়েছে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার জন্য। কিন্তু একই সময়ে ভারত সরকারকে নতুন পাটকল চালু করতে অর্থ সহায়তা দিয়েছে।’
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ঘোষণা করেন, আগামী বছর থেকে পাট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর সেরা রিপোর্টার পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী এ পুরস্কার তুলে দেবেন।
ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সঞ্চালনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিজেএমসির চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান, জুট ডাইভারসিফাই প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক রিনা পারভিন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ ও পাট অধিদফতরের মহাপরিচালক মো. সামসুল আলম ও ইআরএফ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বক্তৃতা করেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএফপির ব্যুরো প্রধান শফিকুল আলম।
এ সময় সচিব বলেন, ৬০ এর দশকের প্রযুক্তি দিয়ে পাটের বাজার ধরা যায় না। প্রযুক্তি নির্ভর পাট মিল গড়ে তুলতে হবে।
বিজেএমসির চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) লোকসানের বড় কারণ হলো- মজুরি বৈষম্য। বেসরকারি কারখানায় সর্বনিম্ন মজুরি দেওয়া হয় ৫ হাজার ১০০ টাকা। আর সরকারি কাঠামোয় আমরা দিচ্ছি ১১ হাজার ৮৫ টাকা।
জুট ডাইভার্সিফাই প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক রিনা পারভিন বলেন, ২৫০ ধরনের পাটপণ্য তৈরি হচ্ছে। এসব শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বাজারে যাচ্ছে। আমরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছি। আমরা ৪৯টি দূতাবাসে যোগাযোগ করেছি, পাট কর্নার করা চেষ্টা চলছে। দক্ষ জনশক্তি, ডিজাইন বহুমুখীকরণের জন্য কাজ করছি।

শাইখ সিরাজ বলেন, পাটের সময় ফিরেছে। এখন পাটের বিশ্ববাণিজ্য সম্প্রসারণ দরকার। আমাদের মিলকলগুলো পুরনো। এগুলোর আধুনিকায়ন ও লোকবল প্রয়োজন।

/এসআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের