X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ ব্যাংকের ভয়ে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ২৩:৩৮আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২৩:৪১

ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে যথেষ্ট তারল্য থাকার পরও তারা বাংলাদেশ ব্যাংকের ভয়ে বিনিয়োগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মোস্তাক আহমেদ সাদেক। মঙ্গলবার (১৩ মার্চ) ডিবিএ, বিএমবিএ ও শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

মোস্তাক আহমেদ সাদেক বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক কিছু বিষয়ে নমনীয় হলেই বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।’ তিনি আরও বলেন, ‘মঙ্গলবারের বৈঠকে শীর্ষ ৩০ ব্রোকারেজ প্রতিনিধিদের বক্তব্য শুনেছি। তাদের ব্ক্তব্যের ভিত্তিতে বলা যায়, পুঁজিবাজারের বর্তমান এ পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের কারণেই হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর কাছে ফান্ড থাকার পরও এক্সপোজারের কারণে তারা বিনিয়োগ করতে পারছে না। বিনিয়োগ করলেই তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’

মোস্তাক আহমেদ সাদেক বলেন, ‘বাজারে সাপোর্ট দিতে আমরা আইসিবিকে বরাবরই শক্তিশালী অবস্থান নিতে দেখেছি। তবে খোদ আইসিবিকেই যদি দুর্বল করে রাখা হয়; তাতে সাপোর্ট লেবেলও দুর্বল হয়ে যায়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে ঋণ-আমানত অনুপাত সমন্বয় করার মেয়াদ ৬ মাস বাড়ালেও ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর ঋণ দেওয়ার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এ বিষয়টি বাজারের কোনও উপকারে আসছে না।’ বাংলাদেশ ব্যাংক সবকিছু বুঝেও জেগে ঘুমাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারি ব্যাংকগুলোকেও দায়ী করে মোস্তাক আহমেদ বলেন, ‘সরকারি ব্যাংকগুলোতে সরকারের তহবিল ফান্ডের টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলে সরকার এবং পুঁজিবাজার দুটিই লাভবান হবে। সরকার বাঁচলে ব্যাংক বাঁচবে আর ব্যাংক বাঁচলে দেশের পুঁজিবাজার বাঁচবে।’

মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগে সেসব সমস্যা তৈরি হচ্ছে; সেগুলো সমাধান করতে হবে। বিশেষ করে এক্সপোজারের সমস্যা। আমরা আগে শীর্ষ ব্রোকারেজ প্রতিনিধিদের কাছ থেকে বেশকিছু প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও বাংলাদেশ ব্যাংককে দিয়েছি।’

 

 

 

জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা