X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ১১, সিএসইতে বেড়েছে ২২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১৬:১০আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৬:২০

 

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১১ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২২ দশমিক ৫৬  পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩০৮ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২২৪ কোটি ০৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৮২ কোটি ৩১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৮ কোটি ২৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৩৮ পয়েন্টে এবং ৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৯০ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৯২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ইফাদ অটোস লিমিটেড, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, নাহি আলুমিনিয়াম, এসিআই এবং ফরচুন।

সিএসই সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১১ কোটি ২৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৫ কোটি ১২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫২০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪২৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১০  দশমিক ০৭  পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড, লংকাবাংলা ফিনান্স লিমিটেড, লাফার্জ হোলসিম, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড, ফুয়াং ফুড, এবি ব্যাংক, রতনপুর  স্টিল, নাহি আলুমিনিয়াম এবং ফরচুন।

/এসএসএ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়