X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মার্সেল বাজার আনলো বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি ও এসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১২:৩৪আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১২:৩৪

মার্সেল লোগো চাহিদা ও বিক্রি বেড়ে যাওয়ায় এবছর ৫০ মডেলের ফ্রিজ নিয়ে এসেছে মার্সেল। সেইসঙ্গে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মার্সেল বাজারে এনেছে উচ্চমানের এলইডি ও স্মার্ট টিভি ও এসি (এয়ার কন্ডিশনার)। 

কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরই উচ্চ প্রবৃদ্ধি বজায় রেখে চলেছে মার্সেল। খুব অল্প সময়ের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের পছন্দের শীর্ষে উঠে এসেছে মার্সেল। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের সাশ্রয়ী  মূল্য, উচ্চ গুণগতমান ও সেরা বিক্রয়োত্তর সেবার কারণে গ্রাহকদের মন জয় করা সম্ভব হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তিতে নিজস্ব কারখানায় দেশেই তৈরি হচ্ছে মার্সেল পণ্য। দেশের বাজারে শীর্ষস্থান অর্জনের জন্য মার্সেল কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিচ্ছে। পণ্য উৎপাদন ও বিপণনে নেয়া হচ্ছে আধুনিক কর্মকৌশল। এ কারণে বাংলাদেশে খুব দ্রত বাড়ছে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের বাজার। যেখানে অন্যতম শীর্ষে ব্র্যান্ডে পরিণত হয়েছে মার্সেল। দেশীয় ব্র্যান্ড মার্সেলের প্রতি বাড়ছে গ্রাহকদের আস্থা।

মার্সেলের সূত্রমতে, গত কয়েক বছর ধরেই পণ্য বিক্রিতে গড়ে ৩০ থেকে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে মার্সেল। চলতি বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ শতাংশ।  এই লক্ষ্যে নতুন নতুন সেলস ও সার্ভিস পয়েন্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রাহকরা যাতে ঘরে বসেই সেবা পেতে পারেন সেজন্য বিক্রয়োত্তর সেবায় চালু হয়েছে অনলাইন কার্যক্রম।

এবছর স্থানীয় বাজারে মার্সেলের রয়েছে অর্ধশতাধিক মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর ও ফ্রিজার। যুক্ত হয়েছে সাধারন ফ্রিজের চেয়ে ৫০ শতাংশের বেশি বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর।

দেশের টেলিভিশন বাজারে মার্সেলের রয়েছে ১৯, ২০, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪০, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির এলইডি টেলিভিশন। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ৩২ ইঞ্চির স্মার্ট টিভি।

এ বছর স্থানীয় এয়ার-কন্ডিশনারেরর বাজারেও নতুন প্রযুক্তি ও মডেলের এসি নিয়ে এসেছে মার্সেল। গোল্ডেন কালার ফিন ও ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির পর এবছর মার্সেল এসিতে সংযোজন করা হয়েছে আয়নাইজার প্রযুক্তি। এটি রুমের বাতাসকে ধূলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত করে ঠান্ডা বাতাস প্রবাহিত করবে।

মার্সেল বিপণন বিভাগের প্রধান ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘পণ্য সম্ভারে যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি ও মডেলের পণ্য। ইতোমধ্যে, চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পণ্য বিক্রি  হয়েছে। এর মধ্যে এখন শুরু হয়েছে ফ্রিজ, এসিসহ অন্যান্য শীতলীকরন যন্ত্র বিক্রির প্রধান মৌসুম।

এই সময়ে বিক্রি আরো কয়েকগুণ বেড়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গ্রাহকের দোরগোড়ায় দ্রুত উচ্চমানের সেবা পৌছে দিতে দেশব্যাপী সার্ভিস সেন্টার রয়েছে মার্সেলের। যেখানে কাজ করছেন প্রায় ৩ হাজার অভিজ্ঞ প্রকৌশলী ও টেকনিশিয়ান। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!