X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কোন ব্যাংকের কত খেলাপি ঋণ

গোলাম মওলা
২১ মার্চ ২০১৮, ২০:১৬আপডেট : ২২ মার্চ ২০১৮, ১০:১৭

বাংলাদেশ ব্যাংক ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়ার প্রবণতা বাড়ছে। ফলে হু হু করে বাড়ছে খেলাপি ঋণ। গত কয়েক বছর ধরে ব্যাংক খাতে সুশাসন না থাকায় এ প্রবণতা বাড়ছে বলে অভিমত বিশেষজ্ঞদের।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১ সালের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৬৪৪ কোটি টাকা। ২০১৭ সাল শেষে তা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩০৩ কোটি টাকায়। অর্থাৎ ছয় বছরে খেলাপি ঋণ বেড়েছে ৫১ হাজার ৬৫৯ কোটি টাকা। খেলাপি ঋণ অব্যাহতভাবে বাড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে খোদ বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি গুরুতর সমস্যা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক উদ্বিগ্ন।’
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এখন খেলাপি ঋণের শীর্ষে রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত আরেক ব্যাংক, বেসিক। তৃতীয় স্থানে রয়েছে জনতা ব্যাংক। আর বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ এখন ইসলামী ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত ব্যাংকের এক টাকাও খেলাপি নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩০৩ কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭১ কোটি টাকা। এরপর রয়েছে আলোচিত বেসিক ব্যাংক; এটির খেলাপি ঋণ সাত হাজার ৫৯৯ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৫ হাজার ৮১৯ কোটি টাকা। এছাড়া অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৫ হাজার ১১৬ কোটি ও রূপালী ব্যাংকের চার হাজার ২৫১ কোটি টাকা।

বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক-বিডিবিএলের খেলাপি ঋণের পরিমাণ ৭৭১ কোটি টাকা। সরকারি মালিকানার বাংলাদেশ কৃষি ব্যাংকের এখন খেলাপি ঋণ ৪ হাজার ২৬৩ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) খেলাপি ঋণ ১ হাজার ১৬২ কোটি টাকা।
বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে থাকা ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ২ হাজার ৫২৯ কোটি টাকা। এরপরেই রয়েছে পূবালী ব্যাংক; এর খেলাপি ঋণ ১ হাজার ৮৯৮ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খেলাপি ঋণ এক হাজার ৮০৭ কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ এক হাজার ৬১১ কোটি টাকা। এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ এক হাজার ৩৪০ কোটি টাকা।
ব্যাংক খাতে সুশাসন না থাকার কারণে খেলাপি ঋণ বাড়ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। খেলাপি ঋণ বেড়ে যাওয়ার জন্য তিনি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের দুর্বলতাকে দায়ী করে সাবেক এই গভর্নর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খেলাপি ঋণ দিন দিন যেভাবে বাড়ছে, এটা শুধু ব্যাংক খাতে নয়, পুরো অর্থনীতির জন্য উদ্বেগের।’
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৬ বছর ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোতেও ঋণ বিতরণে ব্যাপক হারে অনিয়ম হয়েছে। আর অনিয়মের বিতরণ করা ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে।’
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি এবি ব্যাংকের খেলাপি ঋণ ৯৬৭ কোটি টাকা। আল-আরাফা ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৯৯২ কোটি টাকা। বাংলাদেশ কর্মাস ব্যাংকের খেলাপি ৪৩৪ কোটি টাকা। ব্যাংক এশিয়ার ৭২৩ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের ৭২১ কোটি টাকা, ঢাকা ব্যাংকের ৭৬১ কোটি টাকা, ডাচবাংলা ব্যাংকের ৯৬২ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকের ৩২৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৮৩৯ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের ৭০৭ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকের ১ হাজার ৪৮ কোটি টাকা, যমুনা ব্যাংকের ৫২৫ কোটি টাকা, মেঘনা ব্যাংকের ৯৩ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ৬৯৩ কোটি টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের খেলাপি ঋণ ৪৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, মধুমতি ব্যাংকের খেলাপি ঋণ ৮ কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪৯৫ কোটি টাকা, এনসিসি ব্যাংকের ৬৬২ কোটি টাকা, এনআরবি ব্যাংকের ৫৫ কোটি টাকা, এনআরবি কর্মাসিয়াল ব্যাংকের ৭৭ কোটি টাকা এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের খেলাপির পরিমাণ ৬১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওয়ান ব্যাংকের এখন খেলাপি ঋণ ৮২৯ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংকের খেলাপির পরিমাণ ৫৬১ কোটি টাকা। প্রাইম ব্যাংকের খেলাপি এখন ৯২৬ কোটি টাকা। শাহজালাল ইসলামী ব্যাংকের খেলাপি এখন ৬৩০ কোটি টাকা।
এসআইবিএলের খেলাপির পরিমাণ ৯০৯ কোটি টাকা। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এখন ৩০ কোটি টাকা। সাউথইস্ট ব্যাংকের খেলাপি ১ হাজার ১৩১ কোটি টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংকের খেলাপির পরিমাণ ৯৩৫ কোটি টাকা। বেসরকারি সিটি ব্যাংকের খেলাপি ঋণ ১ হাজার ১ কোটি টাকা। ফারমার্স ব্যাংকের খেলাপির পরিমাণ ৭২৩ কোটি টাকা। ট্রাস্ট ব্যাংকের খেলাপি ঋণ ৫৭৮ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকের খেলাপির পারিমাণ ৫৭ কোটি টাকা এবং বেসরকারি উত্তরা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬৯৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদেশি ব্যাংকগুলোর মধ্যে আল-ফালাহ ব্যাংকের খেলাপি ঋণ ২৫ কোটি টাকা। সিটি ব্যাংক এনএ’র খেলাপির পরিমাণ ২২ কোটি টাকা। কমার্স ব্যংক অব সিলোনের খেলাপির পরিমাণ ৩২ কোটি টাকা। হাবিব ব্যাংকের খেলাপি ঋণ ৪২ কোটি টাকা। এইচএসবিসি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১৫৭ কোটি টাকা। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের খেলাপি ঋণ ১ হাজার ৩৭৭ কোটি টাকা। স্ট্যান্ডার্ড চাটার্ডের খেলাপি ৪৭৪ কোটি টাকা। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খেলাপি ঋণ এখন ১৫ কোটি টাকা। এছাড়া উরি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এখন ৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক মিলে এক লাখ ৪০ হাজার ৭৬৯ কোটি ৯৩ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। এর বিপরীতে খেলাপি হয়ে পড়েছে ৩৭ হাজার ৩২৬ কোটি টাকা, যা এসব ব্যাংকের মোট বিতরণ করা ঋণের ২৬ দশমিক ৫২ শতাংশ।
২০১৭ সালের ডিসেম্বর শেষে বেসরকারি খাতের ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ তিন হাজার ৬০৩ কোটি ২৪ লাখ টাকা। এর বিপরীতে খেলাপি হয়েছে ২৯ হাজার ৩৯৬ কোটি ১৯ লাখ টাকা, যা এসব ব্যাংকের মোট বিতরণ করা ঋণের ৪ দশমিক ৮৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি মালিকানার দুই বিশেষায়িত ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ১৯৯ কোটি ৬৯ লাখ টাকা। এর বিপরীতে খেলাপি হয়েছে পাঁচ হাজার ৪২৬ কোটি ৩০ লাখ টাকা, যা ব্যাংক দুটির মোট বিতরণ করা ঋণের ২৩ দশমিক ৩৯ শতাংশ।

/এইচআই/আপ এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন