X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এনআরবিসি ব্যাংকের নতুন এমডি খন্দকার রাশেদ মাকসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৮:১০আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৮:১৩

খন্দকার রাশেদ মাকসুদ বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। মঙ্গলবার (৩ এপ্রিল) তিনি ব্যাংকটিতে যোগদান করেন। এর আগে গত বছরের ৬ ডিসেম্বর ব্যাংকটির এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ঋণ সংক্রান্ত অনিয়ম ও দায়িত্বে পালনে ব্যর্থতার কারণে তাকে পদ থেকে অপসারণ করা হয়।
এনআরবিসি সূত্র জানায়, নতুন নিয়োগ পাওয়া খন্দকার রাশেদ মাকসুদ এর আগে সিটি ব্যাংক এন এ বাংলাদেশে ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার ছিলেন। এছাড়া তিনি সিটি ব্যাংক এন এ ইন্দোনেশিয়াতে ম্যানিজিং ডিরেক্টর (গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশে ব্যাংক ও আর্থিক খাতে খন্দকার রাশেদ মাকসুদের রয়েছে ২৫ বছরের অভিজ্ঞতা।
ব্যাংকটিতে যোগ দেওয়া প্রসঙ্গে মাকসুদ জানিয়েছেন, ব্যাংকিং খাতে গঠনমূলক ও যুগোপযোগী পরিবর্তন আনতে তিনি তার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংককে একটি নেতৃস্থানীয় ব্যাংকে পরিণত করতে চান।
খন্দকার রাশেদ মাকসুদকে ট্রানজেকশন ব্যাংকিংয়ের অগ্রপথিক বলে গণ্য করা হয়। এছাড়া, কর্পোরেট ও করেসপন্ডেন্স ব্যাংকিং, প্রাইভেট ইকুইটি, মার্জার অ্যান্ড একুইজিশন, ব্যাক স্টপ্টড ফ্যাসিলিটি, ডেট রিস্ট্রাকচারিং, ইন্টারন্যাশনাল বন্ড ও সিকিউরিটিজ অ্যান্ড ফান্ডস সার্ভিসে রয়েছে তার অভিজ্ঞতা। ভিন্নধর্মী অভ্যন্তরীণ সিএসআর মডেলের অন্যতম উদ্যোক্তা হিসেবেও মনে করা হয় তাকে।

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!