X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতীয় চ্যানেলের সম্প্রচার ফি সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ২৩:৫২আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ০০:০২

অর্থমন্ত্রীর সঙ্গে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের প্রাক-বাজেট বৈঠক (ছবি- পিআইডি) আগামী ২০১৮-১৯ অর্থ বছর থেকে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে সম্প্রচার ফি সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া ফেসবুক ও গুগলে যে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারিত হয়, এর ওপরও চার্জ আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৯ এপ্রিল) রাতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে এসব কথা বলেন অর্থমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাত ৮টায় শুরু হয় এই বৈঠক। প্রায় দুই ঘণ্টা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশে সম্প্রচারের জন্য ভারতের টিভি চ্যানেলগুলোকে ৫০ হাজার টাকা ল্যান্ডিং ফি দিতে হয়। কিন্তু ভারতে বাংলাদেশের চ্যানেল দেখাতে গেলে কোটি টাকা খরচ হয়। আগামী বাজেটে এই খরচের সমন্বয় করা হবে।
অর্থমন্ত্রী বলেন, গুগল ও ফেসবুকে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার করা হলেও এর জন্য তাদের সরকারকে কোনও শুল্ক বা কর দিতে হয় না। কিন্তু তারা বড় অঙ্কের অর্থ আয় করে থাকে এসব বিজ্ঞাপনের মাধ্যমে। আগামী অর্থবছরে গুগল ও ফেসবুকের এই আয়ের ওপর চার্জ আরোপ করা হবে।
গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আগামী ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে নিউজপ্রিন্ট কাগজের ওপর আরোপিত শুল্কের পরিমাণ কমানো হবে বলেও জানান অর্থমন্ত্রী। এ ছাড়া বর্তমানে চার স্তরে থাকা করপোরেট ট্যাক্সকে (৩৫ শতাংশ, ৩৭ শতাংশ, ৪২ শতাংশ ও ৪৭ শতাংশ) দুই স্তরে নামিয়ে আনা হবে বলেও জানান তিনি।
অর্থ বছর ২০১৮-১৯-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ করা হলেও তা শিক্ষার্থীদের ওপর আরোপ করা হবে না। এই ভ্যাট আরোপ করা হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর।
অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে অর্থ সচিব মুসলিম চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বিডিনিউজ ২৪ ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, একাত্তর টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল হোসেন বাবু, বাংলাভিশনের নিউজ অ্যাডভাইজর আব্দুল হাই সিদ্দিকি, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!